আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়
Published: 21st, September 2025 GMT
আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আফগান তালেবান সরকারের এক কর্মকর্তা। আজ রোববার স্থানীয় সংবাদমাধ্যমকে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, এই ঘাঁটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এই মার্কিন সামরিক ঘাঁটি ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করার পর তালেবান সরকারের এই কর্মকর্তা এ কথা বলেন।
বাগরাম ঘাঁটি ফিরিয়ে না দিলে গতকাল শনিবার ট্রাম্প আফগানিস্তানকে শাস্তির হুমকি দেন। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা তিনি উল্লেখ করেননি। এর মাত্র কয়েক দিন আগে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরকালে তিনি বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
৭৯ বছর বয়সী এই নেতা নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আফগানিস্তান যদি যারা বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে!’
এর প্রতিক্রিয়ায় আজ আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, ‘কিছু লোক’ একটি ‘রাজনৈতিক চুক্তি’র মাধ্যমে ঘাঁটিটি ফিরিয়ে নিতে চান। তিনি বলেন, ম্প্রতি কিছু লোক বলেছেন যে তাঁরা বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে নেওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ বলেন, ‘আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমাদের এর কোনো প্রয়োজন নেই।’
আরও পড়ুন‘বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে না দিলে দেখবেন, আমি কী করি’, তালেবানকে হুমকি ট্রাম্পের৭ ঘণ্টা আগেআফগানিস্তানের বৃহত্তম বিমানঘাঁটি বাগরাম ছিল তালেবানদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ পরিচালনার মূল কেন্দ্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছিলেন। এই যুদ্ধের মাধ্যমে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল যুক্তরাষ্ট্র।
পরে তালেবানদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে হওয়া চুক্তির অংশ হিসেবে ২০২১ সালের জুলাইয়ে মার্কিন ও ন্যাটো সেনারা বিশৃঙ্খলভাবে বাগরাম সামরিক ঘাঁটি ছেড়ে যান। গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটি হাতছাড়া হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই আফগান সামরিক বাহিনী ভেঙে পড়ে এবং তালেবানরা আবার ক্ষমতা দখল করে।
আরও পড়ুনআফগানিস্তানের বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান ট্রাম্প, আছে যেসব সমস্যা১৯ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন স ত ন র ত ল ব ন সরক র য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
নোয়াখালী হাসপাতালে র্যাবের অভিযান, ৭ দালালের কারাদণ্ড
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালাল গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু অভিযানে নেতৃত্ব দেন। দণ্ডপ্রাপ্ত দালালরা হলেন, মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)।
আরো পড়ুন:
জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে রোগের চিত্র, বাড়ছে বিরল সংক্রমণ
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হাসপাতলে দালালদের দৌরাত্ম্যে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। আজ র্যাবের অভিযানে গ্রেপ্তারদের তথ্য-প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকা/সুজন/বকুল