পঞ্চগড়ে সেনা অভিযানে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার
Published: 24th, September 2025 GMT
পঞ্চগড়ের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে মাদক বিক্রির ৫ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে সদর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
আরো পড়ুন:
জাবিতে হলের ছাদে মদ ও গাঁজা সেবন করছিলেন ছাত্রদল নেতাসহ ১৫ শিক্ষার্থী
জাবিতে মাদক সেবন ও র্যাগিং করলেই বহিষ্কার
বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে সদর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও খাগুরু পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৫), একই ইউনিয়নের ঘটবর এলাকার বাসিন্দা মাদক কারবারি নবিরুল ইসলাম (৩৮) ও পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার আব্দুল কাইয়ূম (৫৭)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক কারবারি নবিরুলের বিরুদ্ধে নয়টি মাদকের মামলা রয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় মাদকের বেচাকেনা চলছে— এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের লেফটেন্যান্ট ফরহাদ অর রশিদের নেতৃত্বে পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজাসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ঢাকা/নাঈম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদর থ ন উপজ ল
এছাড়াও পড়ুন:
আজ রাতে ব্যালন ডি’অর: কীভাবে বেছে নেওয়া হয় বিজয়ীদের
প্যারিসের বিখ্যাত থিয়াত্র দ্যু শাতলে-তে আজ ঘোষণা করা হবে ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় শুরু হবে অনুষ্ঠান, যা সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১ চ্যানেলে। চলুন দেখা যাক, এ পুরস্কার কারা দেয়, কীভাবে বেছে নেওয়া হয় বিজয়ীদের—
সেরাদের জন্য ফিফার পুরস্কার আছে, আছে উয়েফারও। কিন্তু ফুটবলে এখনো ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার মনে করা হয় ব্যালন ডি’অরকে। ১৯৫৬ সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এই পুরস্কার দিয়ে আসছে। এর পর থেকে গত সাত দশকে এই পুরস্কার নানা বিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে এর আবেদন কমেনি একটুও। এখনকার ফুটবলে এত পুরস্কারের ভিড়েও তাই ব্যালন ডি’অর ফুটবলারদের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত।
কীভাবে শুরুদুই ফরাসি ক্রীড়া সাংবাদিক—গ্যাব্রিয়েল আনো আর জ্যাক ফেরাঁর মাথায় প্রথমে বছরের সেরা ফুটবলারকে এ রকম একটা পুরস্কার দেওয়ার ভাবনা আসে। দুজনই ছিলেন লেকিপের সাংবাদিক। ফেঁরা আবার ফ্রান্স ফুটবল সাময়িকীর পরিচালক হিসেবেও কাজ করেছেন। শুধু ব্যালন ডি’অরই নয়, এখন যেটা চ্যাম্পিয়নস লিগ, যে টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ইউরোপিয়ান কাপ নামে, সেটাও এই দুই সাংবাদিকের ভাবনাপ্রসূত। দুজনের ভাবনা বাস্তবায়িত হতে বেশি সময় লাগেনি, ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া শুরু করে।
ফ্রান্স ফুটবলের প্রচ্ছদে ২০০৫ সালের পুরস্কারজয়ী রোনালদিনিও