৭ বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোট শুরুর আগেই মূল ফটক থেকে বাদামতলা, ট্রান্সপোর্ট চত্বরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের লম্বা সারি দেখা যায়। কেউ বই হাতে, কেউবা প্ল্যাকার্ড হাতে আবার কেউ স্লোগান দিতে দিতে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

আরো পড়ুন:

চতুর্থ গকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু

চাকসু নির্বাচন: ২০ মনোনয়নপত্র প্রত্যাহার, বাতিল ৪

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। সকাল থেকেই তাদের উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী নোমান বলেন, “নিরাপদ পরিবেশে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগগুলো প্রশংসনীয়।”

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রতুল বলেন, “ভোটকেন্দ্রের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তবে বায়োকেমিস্ট্রি বিভাগের ৩৭৩ জন ভোটারকে একটি মাত্র কেন্দ্রে ভোট দিতে হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”

ঢাকা/সানজিদা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গকস

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ