নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪
Published: 25th, September 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। তাদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের কাছে মাদক, মাদক সবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
আরো পড়ুন:
গফরগাঁওয়ে বন্ধ করা হলো সিসা তৈরির কারখানা
শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১৯ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিনজন একাধিক মাদকের মামলায় ওয়ারেন্টভক্ত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলায় কিশোর গ্যাং, হত্যা, চুরি, ছিনতাই বেড়ে যায়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করে জেলা পুলিশ। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ঢাকা/অনিক/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের র্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের্য
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।