৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট প্রদান করছেন। তবে ক্যাম্পাসের বাইরে উত্তেজনার ছাপ স্পষ্ট।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় বহিরাগতদের জমায়েত এবং বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

আরো পড়ুন:

গকসু নির্বাচন: সকালেই ভোটারদের সরব উপস্থিতি

চতুর্থ গকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু

নিয়ম অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ভোটার, প্রার্থী ও অনুমোদিত সাংবাদিক ব্যতিত কাউকে প্রবেশের অনুমতি নেই। তবু কিছু সাবেক শিক্ষার্থী এবং অচেনা মুখ ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বিষয়টি শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা শিক্ষক রাজিব রোমনের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বহিরাগতদের একটি দল ক্যাম্পাসে ভিড় জমিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এতে ভোটাররা নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়েছেন। পাশাপাশি, বহিরাগতদের মাধ্যমে প্রার্থীদের পক্ষে প্রচারণার অভিযোগও উঠেছে।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মো.

জাহিদ হাসান বলেন, “আইনশৃঙ্খলার বিষয়টি আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। পুলিশ থাকলেও বিভিন্ন অচেনা এবং বহিরাগত চেহারা ক্যাম্পাসে দেখা যাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

নির্বাচন কমিশনের সদস্য আলী আজম খান জানান, “ক্যাম্পাসের ভেতরে ভোট শান্তিপূর্ণভাবে চলছে। বাইরে ঘটমান পরিস্থিতি আমাদের নজরে আসেনি। তবে সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

ঢাকা/সানজিদা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গকস

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ