সরকারি চাকরিজীবীদের গণছাটাইয়ের পরিকল্পনা হোয়াইট হাউসের
Published: 25th, September 2025 GMT
হোয়াইট হাউসের বাজেট অফিস ফেডারেল সংস্থাগুলোকে সরকারি অচলাবস্থার ক্ষেত্রে গণছাটাইয়ের পরিকল্পনা প্রস্তুত করতে বলেছে। আইনত যেসব কর্মসূচি চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতা নেই, সেগুলোকে লক্ষ্য করে এই কর্মসূচি পরিচালনার নির্দেশ দিয়েছে।
সিএনএনের প্রাপ্ত এবং সংস্থাগুলোকে দেওয়া অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) মেমোতে বর্ণিত এই নির্দেশিকাটি অতীতের অচলাবস্থা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপের সম্পূর্ণ বিপরীত। ফেডারেল তহবিল নিয়ে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সাথে অচলাবস্থার মধ্যে ট্রাম্প প্রশাসনের তীব্র উত্থানের প্রতিনিধিত্ব করছে এটি।
স্মারকলিপিতে ওএমবি সংস্থাগুলোকে এমন প্রকল্পগুলোকে সনাক্ত করার নির্দেশ দিয়েছে যাদের তহবিল ৩০ সেপ্টেম্বরের সময়সীমা পূরণ করতে ব্যর্থ হলে এবং তহবিলের কোনো বিকল্প উৎস না থাকলে শেষ হয়ে যাবে। নির্দেশনায় বলা হয়েছে, সেই প্রকল্পগুলো ব্যাপকভাবে হ্রাস করার লক্ষ্যবস্তু করতে হবে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকারের সাথে ‘সঙ্গতিপূর্ণ নয়’ বলে বিবেচিত এবং চাকরিগুলোকে স্থায়ীভাবে বাদ দিতে হবে।
ওএমবি স্মারকলিপিতে লিখেছে, “আমরা আশাবাদী যে কংগ্রেসে ডেমোক্র্যাটরা শাটডাউন শুরু করবে না এবং উপরে বর্ণিত পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন পড়বে না।”
সিনেটে কংগ্রেসের নেতা চাক শুমার এই স্মারকলিপিটিকে ‘ভয় দেখানোর প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই ফেডারেল কর্মীদের বরখাস্ত করে আসছেন - শাসন করার জন্য নয়, বরং ভয় দেখানোর জন্য।”
বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে শুমার বলেন, “এটি নতুন কিছু নয় এবং সরকারকে অর্থায়নের সাথে এর কোনো সম্পর্ক নেই। এই অপ্রয়োজনীয় বরখাস্ত হয় আদালতে বাতিল করা হবে অথবা প্রশাসন কর্মীদের আবার নিয়োগ করবে, ঠিক যেমনটি তারা আজ করেছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র রকল প
এছাড়াও পড়ুন:
যাত্রীবেশে উঠে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালককে গলা কেটে খুন
ফেনীর সোনাগাজীতে গলা কেটে এক অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন ভূঞা (৬৫)। তিনি চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার-সংলগ্ন কলাবাগান এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও নিহত মনোরঞ্জনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সোনাগাজী পৌর শহর থেকে ছোট ফেনী নদীর সাহেবের ঘাট সেতুর ওপর যাওয়ার কথা বলে কয়েকজন যুবক ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। অটোরিকশা সাহেবের ঘাট সেতু পার হলে রিকশায় থাকা যুবকেরা গাড়ি থামিয়ে চালককে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে চালক মনোরঞ্জন ছিনতাইকারীদের বাধা দিলে তাঁকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে খালের পাশে গাড়িসহ ফেলে পালিয়ে যান তাঁরা।
রাতে স্থানীয় লোকজন খালের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তির প্রতিবেশী মহিন উদ্দিন বলেন, মনোরঞ্জন দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সপ্তাহখানেক আগে কিস্তিতে নতুন একটি অটোরিকশা কেনেন। ধারণা করা হচ্ছে, নতুন অটোরিকশাটি ছিনতাই করতে ব্যর্থ হয়ে তাঁকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মরদেহটি ফেনীর সোনাগাজী-কোম্পানীগঞ্জ সীমান্তের খালের মধ্যে পাওয়া যাওয়ায় দুই থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।