নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যাকান্ডের দুই বছর পর মূল ঘাতক নিহতের স্বামী শহিদুল্লাহ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকায় অভিযান চালিয়ে পিবিআইয়ের তদন্তকারী অফিসার এসআই মোঃ রিয়াজ উদ্দিন রনি বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করে।

পিবিআইয়ের নারায়ণগঞ্জ’র পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শহিদুল্লাহ স্বীকার করেছে যে শ্যালিকা সোহানা আক্তারের (২৮) সঙ্গে পরকীয়া প্রেমের কারণে পারিবারিক কলহের জের ধরে সুমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানোর হয়। এবং সে তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য ২০২৩ সালের ৭ নভেম্বর গভীর রাতে ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল জনৈক আনিসুর রহমান বাসুর টিনশেড বাড়িতে গৃহবধূ সুমি আক্তারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী শহিদুল্লাহ।

এ ঘটনায় নিহতের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। ২০২৪ সালের ১৪ আগস্ট মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ গ হবধ

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।

‎এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

‎মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,  আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত সুমনকে আদালতে প্রেরণ
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া