ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও নেই লিটন
Published: 25th, September 2025 GMT
এশিয়া কাপ-২০২৫ এর সুপার ফোরে ভারতের বিপক্ষে হার ভুলে দাঁড়াতেই বাংলাদেশের সামনে আরেক মহারণ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে কার্যত অঘোষিত সেমিফাইনাল খেলতে নামছে টাইগাররা। কিন্তু বড় দুঃসংবাদ- অধিনায়ক লিটন দাস আজও মাঠে নামতে পারছেন না।
চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ভারতের বিপক্ষে ম্যাচেও ছিলেন না, আর পাকিস্তানের বিপক্ষেও তার অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। লিটনের জায়গায় নেতৃত্বে দাঁড়াতে হচ্ছে জাকের আলী অনিককে। আর উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন।
আরো পড়ুন:
নোংরামি সরিয়ে ক্রিকেটের বৃহৎ স্বার্থ দেখার আহ্বান
অলিখিত ‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
ভারতের কাছে ৪১ রানে হারের পর বাংলাদেশকে খেলতে হচ্ছে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে। এমন পরিস্থিতিতে লিটনের মতো একজন নির্ভরযোগ্য ওপেনার ও অধিনায়কের অভাব দলকে কৌশলগত দিক থেকেও বিপাকে ফেলতে পারে।
সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান দু’দলই শ্রীলঙ্কাকে হারিয়েছে। তবে ভারত শক্তি দেখিয়ে হারিয়েছে দু’দলকেই। ইতোমধ্যেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। ফলে আজকের ম্যাচটাই নির্ধারণ করবে ফাইনালের অন্য টিকিট কার হাতে যাবে- বাংলাদেশ নাকি পাকিস্তান।
বাংলাদেশের সামনে তাই লিটন ছাড়া আরেকটি অগ্নিপরীক্ষা। আজ যদি টাইগাররা লড়াই করে জয় ছিনিয়ে নিতে পারে, তবে ফাইনালে ভারতের সঙ্গে আরেকবার দেখা হওয়ার হবে। আর তাতেই ইতিহাস গড়ার নতুন দরজা খুলে যেতে পারে লাল-সবুজের জন্য।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫