দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াইয়ের পর নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আবু তাহের আজাদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

গত বুধবার নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসকের কার্যালয়ে আবু তাহের আজাদকে শপথ বাক্য পাঠ করান।

দায়িত্ব নিয়ে ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, “সাড়ে তিন বছরের আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দলমত নির্বিশেষে সবার জন্য সমান উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে কাজ করব। ইউনিয়নের অবহেলিত মানুষ যেন ন্যায্য অধিকার পান, সেটিই হবে আমার প্রথম লক্ষ্য।”

২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৫ ভোটের ব্যবধানে পরাজিত হন আবু তাহের। নৌকা প্রতীকের প্রার্থী মো.

সাফায়াত উল্লাহ রয়েলকে ৫ হাজার ২২৬ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। আবু তাহের আনারস প্রতীকে ৫ হাজার ১৯১ ভোট পান। ফলাফলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে আবু তাহের মামলা করলে প্রথমে তা খারিজ হয়। পরে আপিলের পর পুনরায় ভোট গণনার নির্দেশ দেন আদালত।

গত ৭ আগস্ট নেত্রকোণা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে পুনঃগণনায় আবু তাহেরকে ৮৩৮ ভোটে এগিয়ে থাকায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এর প্রেক্ষিতে সাড়ে তিন বছর পর তিনি চেয়ারম্যানের পদ পেলেন।

ঢাকা/ইবাদ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ