শেখ হাসিনাকে মোদির বোন আখ্যা দিলেন ওয়াইসি
Published: 26th, September 2025 GMT
ভারতের বিহার রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে সেখাসে রাজনৈতিক উত্তেজনা ততো তীব্র হচ্ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ বেড়েই চলছে। মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের পর বিজেপি এই অভিযোগ তুলছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ওয়াইসি বলেছেন, “মোদি বলেন যে বিহারে বাংলাদেশি আছে। বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই মোদিজি। কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে আপনার একজন বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।”
গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতেই মোদি সরকারের আশ্রয়ে বসবাস করছেন।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে বাংলাভাষী মানুষদের লক্ষ্য করে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে হয়রানি করছে ক্ষমতাসীন বিজেপি সরকার। ভারতের বিভিন্ন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ