ভারতের লাদাখের সুপরিচিত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে স্থানীয় বেলা ২টা ৩০ মিনিটের দিকে তাঁর সংবাদ সম্মেলন করার কথা ছিল। এর আগেই লাদাখ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে গত বুধবার লাদাখের রাজধানী লেহতে চারজন নিহত ও অন্তত ৮০ জন আহত হন।

লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার মধ্য দিয়ে অঞ্চলটির নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা সহজ হবে বলে মনে করেন স্থানীয় মানুষ। এই দাবিতে কয়েক বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন ওয়াংচুক।

এসব দাবিতে ১০ সেপ্টেম্বর থেকে ওয়াংচুকসহ কিছু মানুষ অনশন শুরু করেন। তাঁদের মধ্যে দুজন অনশনকারী অসুস্থ হয়ে পড়লে বুধবার পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। সহিংসতার পর বুধবারই টানা দুই সপ্তাহ ধরে চলা অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দাবি, ওয়াংচুক বিক্ষোভকারীদের উসকানি দিয়েছেন। কিন্তু তিনি এই অভিযোগ বারবার অস্বীকার করেছেন।

লাদাখ পুলিশের মহাপরিচালক এস ডি সিং জামওয়ালের নেতৃত্বে একদল পুলিশ আজ সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লেহ শহরে ইতিমধ্যে ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।

বুধবার লেহতে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য ওয়াংচুককে দায়ী করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তাঁর ‘উসকানিমূলক বক্তব্যের’ কারণেই সহিংসতার সূত্রপাত হয়েছে। কিন্তু সরকারের অভিযোগ অস্বীকার করে এই পরিবেশকর্মী সহিংসতার নিন্দা জানান।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোনম ওয়াংচুকের এনজিও ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’–এর (এসইসিএমওএল) এফসিআরএ লাইসেন্স বাতিল করে। বিদেশি অনুদান গ্রহণ ও ব্যবহারের জন্য এই লাইসেন্স দেওয়া হয়।

আরও পড়ুনলাদাখ কেন হঠাৎ অশান্ত, ‘থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চো’ কেন মোদির নিশানায়৫ ঘণ্টা আগে

‘আর্থিক অনিয়মের’ অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের এনজিওর লাইসেন্স বাতিল করেছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান অভিনীত ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি তৈরি হয়েছিল সোনম ওয়াংচুকের আদলে। ওই সিনেমার পর লাদাখে তাঁর তৈরি স্কুলটিও পর্যটকদের কাছে দর্শনীয় হয়ে ওঠে। সমাজ ও শিক্ষা নিয়ে ব্যস্ত থাকা ৫৯ বছর বয়সী এ মানুষটি ২০১৯ সাল থেকে লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষায় আন্দোলন করে যাচ্ছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ