শরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
Published: 26th, September 2025 GMT
শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর তাইয়েবা (৬) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাইয়েবা উপজেলার সখীপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার দুপুরে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি।
সখীপুর থানা সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এলাকায় মাইকিং ও পোস্টারিং করা হয়। ফেসবুকেও নিখোঁজের খবর প্রচার করেন স্বজনেরা। আজ শুক্রবার সকাল থেকে আবারও এলাকাজুড়ে খোঁজ শুরু হয়। এ সময় পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে সেখানে শিশুটির লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে সখীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তাইয়েবার দূর সম্পর্কের চাচা মনিরুল বাসার বলেন, ‘লাশ পাওয়ার পর মনে হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। শত্রুতার জের ধরে কেউ এমন করেছে বলে ধারণা করছি।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, কেন ওই শিশুকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উদ ধ র
এছাড়াও পড়ুন:
যাত্রীবেশে উঠে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালককে গলা কেটে খুন
ফেনীর সোনাগাজীতে গলা কেটে এক অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন ভূঞা (৬৫)। তিনি চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার-সংলগ্ন কলাবাগান এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও নিহত মনোরঞ্জনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সোনাগাজী পৌর শহর থেকে ছোট ফেনী নদীর সাহেবের ঘাট সেতুর ওপর যাওয়ার কথা বলে কয়েকজন যুবক ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। অটোরিকশা সাহেবের ঘাট সেতু পার হলে রিকশায় থাকা যুবকেরা গাড়ি থামিয়ে চালককে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে চালক মনোরঞ্জন ছিনতাইকারীদের বাধা দিলে তাঁকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে খালের পাশে গাড়িসহ ফেলে পালিয়ে যান তাঁরা।
রাতে স্থানীয় লোকজন খালের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তির প্রতিবেশী মহিন উদ্দিন বলেন, মনোরঞ্জন দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সপ্তাহখানেক আগে কিস্তিতে নতুন একটি অটোরিকশা কেনেন। ধারণা করা হচ্ছে, নতুন অটোরিকশাটি ছিনতাই করতে ব্যর্থ হয়ে তাঁকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মরদেহটি ফেনীর সোনাগাজী-কোম্পানীগঞ্জ সীমান্তের খালের মধ্যে পাওয়া যাওয়ায় দুই থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।