শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর তাইয়েবা (৬) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাইয়েবা উপজেলার সখীপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার দুপুরে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি।

সখীপুর থানা সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এলাকায় মাইকিং ও পোস্টারিং করা হয়। ফেসবুকেও নিখোঁজের খবর প্রচার করেন স্বজনেরা। আজ শুক্রবার সকাল থেকে আবারও এলাকাজুড়ে খোঁজ শুরু হয়। এ সময় পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে সেখানে শিশুটির লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে সখীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তাইয়েবার দূর সম্পর্কের চাচা মনিরুল বাসার বলেন, ‘লাশ পাওয়ার পর মনে হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। শত্রুতার জের ধরে কেউ এমন করেছে বলে ধারণা করছি।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, কেন ওই শিশুকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উদ ধ র

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ