বলিউড অভিনেত্রী-নির্মাতা পূজা ভাট। তার আরেক পরিচয় তিনি নির্মাতা মহেশ ভাটের কন্যা। নব্বই দশকে পূজার ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখন তুমুল বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে মহেশ ভাটের সঙ্গে পূজার চুমুর ছবি প্রকাশের পর এই বিতর্কের জন্ম হয়। বিষয়টি নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তারা। 

সেই সময়ে সংবাদ সম্মেলন করে নজর ঘোরানোর চেষ্টা করেও ব্যর্থ হন পূজা। বরং হিতে বিপরীত হয়। কারণ মহেশ ভাট বলে বসেছিলেন, “পূজা যদি আমার মেয়ে না হতো, তাহলে আমি ওকেই বিয়ে করতাম।” 

আরো পড়ুন:

অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল

বাবার ঠোঁটে মেয়ের চুমু: সেই বিতর্কিত ছবি নিয়ে ফের মুখ খুললেন পূজা

পরিচালক মহেশ ভাটের এই মন্তব্য আগুণে ঘি ঢালার কাজ করেছিল। নিন্দার রোষানলে পড়েছিলেন পূজা মহেশ ভাট ও পূজা। পুরোনো সেই বিষয় নিয়ে ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলেছেন মহেশ ভাট।   

এ আলাপচারিতায় মহেশ ভাটের কাছে জানতে চাওয়া হয়, এই বিতর্ক তার মেয়ে পূজা ভাটের সঙ্গে তার সম্পর্ক দুর্বল করেছিল কি না, না কি আরো মজবুত করেছিল? এ প্রশ্নের জবাবে মহেশ ভাট খোলাখুলি উত্তর দেন। তবে এক ধরনের দার্শনিকতা ও খাঁটি সততার মিশেলে। মহেশ ভাট বলেন, “আপনি যদি রোদে দাঁড়ান, তবে রোদে পুড়বেনই। যুগে যুগে যারা আলোয় থেকেছেন, তাদেরকেই এই ধরনের কষ্টকর সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আর এ রকম দুঃসময়ই আপনার ভেতরের সোনাকে বাইরে এনে দেয়। আগুন আপনার উপকার করে। এটি একটি অরণ্যের দাবানলের মতো, যা চন্দনগাছ পুড়িয়ে দিলে গোটা জঙ্গলটাই সুবাসে ভরে যায়।” 

খানিকটা ব্যাখ্যা করে মহেশ ভাট বলেন, “তাই আমি বলব, এটা সেই রকমই। জঙ্গলে যখন আগুন লাগে আর চন্দন গাছ জ্বলে ওঠে, তখন গোটা জঙ্গলটা তার গন্ধে ভরে যায়। তেমনি, আপনি যখন খুবই কষ্টের ভেতর দিয়ে যাবেন, তখন বুঝতে পারবেন আপনি আরো বিজয়ী হয়ে বেরিয়ে এসেছেন, আরো পরিস্কার, বিনয়ী ও মাটির কাছাকাছি।”

২০২৩ সালে একই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন পূজা ভাট। সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। এ সময় পূজাকে প্রশ্ন করা হয়, সেই চুমুর ছবি নিয়ে অনুশোচনা হয় কি না? জবাবে পূজা বলেছিলেন—“না। কারণ আমি এটিকে খুব স্বাভাবিকভাবে দেখি। দুর্ভাগ্যবশত, এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রায়ই দেখবেন, আপনার সন্তান বলছে, মাম্মি-পাপা, আমাকে একটি চুমু দাও। এই বয়সেও আমি আমার বাবার কাছে ১০ পাউন্ডের একটি শিশু। আমার বাবা আমার কাছে এমনই থাকবেন।”

চুমুর ছবির ভিন্ন অর্থ দাঁড় করিয়েছিলেন মানুষ। তা উল্লেখ করে পূজা ভাট বলেছিলেন, “এটি এমন একটি মুহূর্ত ছিল, যা একেবারেই নিষ্পাপ। বিষয় যাই হোক না কেন, মানুষ সেটাকে নিজের মতো পড়বেন, নিজের মতো অর্থ দাঁড় করাবেন। এটা তো আমি বন্ধ করতে পারব না। আপনি যদি বাবা-মেয়ের সম্পর্ককে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তারপরও আমরা পারিবারিক মূল্যবোধ নিয়ে কথা বলি।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আল য় ভ ট ব তর ক ভ ট বল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ