সিদ্ধিরগঞ্জে এনজিবি’র প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত
Published: 26th, September 2025 GMT
নিউ জেনারেশনস বাংলাদেশ (এনজিবি)’র প্রথম সমন্বয় সভা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন এনজিবি’র নারায়ণগঞ্জ জেলার ৭টি থানার সদস্যবৃন্দ।
এছাড়াও এনজিবি’র সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ফিট নারায়ণগঞ্জ, লজিক অফ বাংলাদেশ, এনএসএস, বিএচএস, আদমজী যুব সমাজ’র সংগঠকবৃন্দ সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় এনজিবি থেকে উপস্থিত ছিলেন মোঃ মেহরাব হোসেন প্রভাত, আলিফ দেওয়ান, ফাহিম মুনতাসির শুভ, সাগর ইসলাম, আলিফ মাহমুদ, সিয়াম, তাওহিদ, মেহেদী হাসান অন্তর, সোহেল খান ইফতি, ফাহিম খন্দকার অনিক, পিউশ, ইরফান, নিরজন, মারুফ, হাসিবুল রিদুল, আব্দুর রহমান তাসিন, হাবিবুর রহমান, সাকিব, হানজালা, নাবিল, শ্যামল, নাসির, ফাহিম, তামিম, প্রীতম প্রমুখ।
সমম্বয় সভায় এনজিবির সদস্যরা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এনজিবি হচ্ছে একটি সামজিক সংগঠন যা নাগরিক অধিকার আদায়ের বাহক হিসেবে কাজ করবে। এবং ঐক্য লক্ষ্য বাস্তবায়ন এই স্লোগান সামনে রেখে এনজিবি এগিয়ে যাবে। আমাদের সংগঠনে অরাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও থাকবে। তবে কাজগুলো হবে অরাজনৈতিক।
আমরা দেশ ও দেশের নাগরিকের জন্য ভালো কিছু করতে চাই। সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা ও সংহতি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যেএনজিবি সর্বদা কাজ করে যাবে।
এনজিবি’র সদস্যরা জানান, আজকের সমন্বয় সভায় উপস্থিত সকলেই এনজিবির প্রতি ইতিবাচক সংহতি প্রকাশ করেছেন। এবং এনজিব ‘র সাথে থাকতে ও এগিয়ে নিয়ে যেতে একাত্বতা প্রকাশ করেন। খুব শীঘ্রই এনজিবি’র জেলা এবং কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হবে বলে জানান তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ উপস থ ত এনজ ব র সদস
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।