প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মিলনায়তনে হয়ে গেল সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠান। এই প্রথম প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বিনোদন শাখার সাংবাদিকদের নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর  বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সহযোগিতায় দুই দিনের এই কর্মশালায় মোট ৮টি সেশনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন চলচ্চিত্র বিষয়ক গবেষক ও বিশিষ্ট আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, পিআইবি'র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন , প্রযোজক ও পরিচালক আরিফুর রহমান, চলচ্চিত্র গবেষক ও শিক্ষক মনিরা শরমিন পৃতু, সাংবাদিক ও লেখক সৈয়দা ফারজানা জামান রুম্পা। 

চলচ্চিত্র ও গণমাধ্যমে এর উপস্থিতি এবং ইতিহাস, চলচ্চিত্রে রাজনৈতিক প্রভাব, শিষ্টাচার ও নৈতিকতা, চলচ্চিত্র সমালোচনা, প্রযোজনা ও বিশ্ব চলচ্চিত্র পরিস্থিতি, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে এই কর্মশালায় সেশন পরিচালনা করা হয়। 

২৩ তারিখ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি'র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। সমাপনি দিনে পিআইবি’র মহা পরিচালক জনাব ফারুক ওয়াসিফ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। 

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষে আয়োজনকারী সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, এ ধরনের কর্মশালা সাংবাদিকতার বিভিন্ন শাখার মত বিনোদন শাখার সকলের জন্যেই অপরিহার্য। ২৩ ও ২৪ সেপ্টেম্বরের যাত্রা শুরু করার মাধ্যমে এর ধারবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। বিনোদন ও সংস্কৃতির শাখার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়াসে এ ধরনের কর্মশালা আয়োজনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কাম্য।

ঢাকা/রাহাত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র প আইব

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ