স্যামসন এইচ চৌধুরী শুধু ব্যক্তি হিসেবে নন, বরং ব্যক্তিত্ব হিসেবে বাণিজ্যে সততার অনুসরণীয় মানদণ্ড রেখে গেছেন। ব্যবসায় মুনাফা নয়, পণ্যের মানের ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। ব্যবসাকে মনে করতেন সমাজকল্যাণের মাধ্যম।

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ‘স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উদ্‌যাপন’ শীর্ষক স্মরণসভাটি যৌথভাবে আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বণিক বার্তা।

স্মরণসভায় বক্তারা স্যামসন এইচ চৌধুরীর জীবন, কর্ম ও উত্তরাধিকারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন তাঁর সহকর্মী ও দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। অনুষ্ঠানের শুরুতে দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান স্বাগত বক্তব্য দেন।

স্মৃতিচারণা করতে গিয়ে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য সংগঠনের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে স্যামসন এইচ চৌধুরীর সঙ্গে। উনি এবং ট্রান্সকমের চেয়ারম্যান মরহুম লতিফুর রহমান—ব্যক্তিত্ব হিসেবে তাঁদের অবদান অনেক। তাঁদের কেউই ব্যক্তিস্বার্থে কথা বলতেন না, পুরো শিল্প নিয়ে বলতেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্যামসন এইচ চৌধুরী ব্যবসা-বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে যে মানদণ্ড রেখে গেছেন, সেটা অনুসরণীয়। এখন ব্যবসা-বাণিজ্য পৃষ্ঠপোষকতার জায়গায় এসে পড়েছে। মনে হয়, পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যবসা হয় না। তাই আগামী প্রজন্ম যেন ওনার চিন্তা ধারণ করতে পারে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে এমন আরও অনেক মানুষের দরকার।’

ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম বলেন, ‘স্যামসন এইচ চৌধুরীর সঙ্গে হৃদ্যতার শুরু ট্রান্সপারেন্সি বাংলাদেশের ট্রাস্টি সদস্য হিসেবে। ২০০০ সালে ডেইলি স্টার থেকে প্রথম বিজনেস অ্যাওয়ার্ড দিয়েছিলাম তাঁকে। সৎ ব্যবসায়ী ও উদ্যোক্তার প্রতীক তিনি। এখন ধারণা হয়ে গেছে, একটু ওলট–পালট না করলে এই দেশে ব্যবসা করা যায় না। সত্যিকার শ্রদ্ধা জানাতে চাইলে ওনার সততাকে ধারণ করতে হবে।’

স্মরণ সভায় উপস্থিত অতিথিদের একাংশ। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স য মসন এইচ চ ধ র র ব যবস

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ