উডকাট, এমব্রয়ডারির অক্ষরে বইগুলোতে উঠে এসেছে মানুষের কথা
Published: 27th, September 2025 GMT
বই হারিয়ে যাচ্ছে। মুঠোফোন থেকে শুরু করে বিলাসী পণ্য—এমন অনেক কিছুর কাছে পরাজিত হচ্ছে বই। তাই অন্য রকম করে বইকে তুলে ধরতে চেয়েছেন শিল্পীরা। সেখানে এমব্রয়ডারি মাধ্যমে বইয়ে তুলে ধরা হয়েছে নারীর জীবনের যন্ত্রণা, হাতে লেখা বইয়ে সুফি দর্শনের কথা, প্রিন্ট মাধ্যমের বইয়ে সীমান্তের মানুষের কষ্টের কথা।
এমন ২৮টি শিল্পকর্ম নিয়ে রাজধানীর গ্রিনরোডে বৃত্ত আর্ট ট্রাস্টের গ্যালারিতে শনিবার সন্ধ্যায় শুরু হয় পুস্তকালয় প্রদর্শনী।
বৃত্ত আর্ট ট্রাস্টের প্রধান শিল্পী মাহবুবুর রহমান জানান, ২০২২ সালে একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা হয়েছিল। সেখান থেকে তৈরি হয়েছিল এমন কিছু বই। এখানে ২৩ জন শিল্পীর ২৮টি বই রয়েছে।
প্রদর্শনীর কিউরেটর মাহমুদা সিদ্দিকা জানান, শিল্পীদের হাতে বানানো এই বইগুলোর কিছু অংশ ভারতের বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে এর আগে। বাংলাদেশে এটাই প্রথম প্রদর্শনী।
এ আয়োজনের আরেকজন কিউরেটর শিল্পী মোকাদেসুর রহমান জানান, মূলত শিল্পমাধ্যম হিসেবে বইয়ের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন।
এমব্রয়ডারি করে বইয়ে লেখা হয়েছে নারীর জীবনের ত্যাগ ও যন্ত্রণার কথা। এ বইয়ের নাম ‘দ্যাট লাইফ ইজ প্রমেগ্র্যান্ট’। প্রিন্টে ছাপা হয়েছে ‘নো বর্ডার’ নামের বইটি, যেখানে স্থান পেয়েছে সীমান্তের মানুষের জীবনে করুণ গল্প। ‘দর্শন ও দ্রষ্টব্য’ বইটির মাধ্যম ফটোগ্রাফি ও লেখা। এ বইয়ের বিষয় মানুষের দেখা থেকে দর্শনে উত্তরণের যাত্রা। সুফিজম নিয়ে করা বইটি কলোগ্রাফ প্রিন্টের কাজ।
শিল্পীরা বলেন, বইয়ের একটা নিজস্ব গন্ধ আছে। কিন্তু মানুষ বই থেকে মনোযোগ সরিয়ে নেওয়ায় এখন আর সেই ঘ্রাণটা পায় না। মানুষের হাতে বই দেখা যায় না। কিন্তু বই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সেই বইয়ের স্মৃতি মনে করিয়ে দিতেই শিল্পীরা নানাভাবে তৈরি করেছেন বই। উডকাট, ইন্টাগ্লু প্রসেস, এমব্রয়ডারি, পেপারকাটিংসহ প্রিন্ট মেকিংয়ের অনেক কৌশল স্থান পেয়েছে পুস্তকালয় প্রদর্শনীর বই শিল্পকর্মগুলোতে।
এই প্রদর্শনী চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে সবার জন্য।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব রয়ড র র জ বন বইয় র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।