টানা তিন ম্যাচ গোল করার পর অবশেষে থামলেন লিওনেল মেসি। আর মেসির গোল না পাওয়ার রাতে থামল ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাতে টরন্টো এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মায়ামি।
টরন্টোর বিপক্ষে মাঠে নামার আগে দারুণ ছন্দে ছিলেন মেসি।

আগের তিন ম্যাচে করেছিলেন পাঁচ গোল। এ ম্যাচেও দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু গোলের দেখা পাননি। এ ম্যাচে গোল না পেলেও ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি।

ছন্দে থাকা মেসিকে আটকে দেওয়ার পেছনে মূল ভূমিকা টরন্টো গোলকিপার শন জনসনের। ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো জনসন সব মিলিয়ে ৫টি গোল বাঁচিয়েছেন, যার মধ্যে ৪টিই ছিল মেসির প্রচেষ্টা। ম্যাচে ৬২ শতাংশ সময় বলের দখল রেখে ৯টি শট নিয়েছিল মায়ামি, কিন্তু জনসনের দুর্দান্ত সেভগুলো তাদের দ্বিতীয় গোল বঞ্চিত করে।

আরও পড়ুনগোলের নেশায় পেয়েছে মেসি ও ইন্টার মায়ামিকে২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে হেডে মায়ামির একমাত্র গোলটি করেন তাদেও আলেন্দে। পরে ম্যাচে ৬০ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোলটি শোধ করেন টরন্টোর দোরদে মিহাইলোভিচ। ম্যাচের শেষ দিকে একের পর আক্রমণ চালিয়েও জয়সূচক গোলটি আর আদায় করতে পারেনি মায়ামি।

কাছাকাছি গিয়েও গোল পাওয়া হয়নি মেসির.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: টরন ট

এছাড়াও পড়ুন:

আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির

শেষ বাঁশি বাজার পর ড্রেসিং রুমের পথে হাঁটা ধরলেন লিওনেল মেসি। বেশ দ্রুততার সঙ্গে গটগট করে হেঁটে চলে গেলেন ড্রেসিংরুমে। চোখেমুখে হতাশা স্পষ্ট। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলানো কিংবা শুভেচ্ছা বিনিময়ও করেননি। টানা দ্বিতীয় ম্যাচে গোল না পাওয়ায় কি মনটা ভালো ছিল না? সেটা হতেও পারে আবার নাও পারে। তবে দলের হারে যে মন ভার ছিল সেটা স্পষ্ট। মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫ এর বেশি পয়েন্ট হবে না।

সুয়ারেজ জোড়া গোল করলেও দলকে জেতাতে পারেননি

সম্পর্কিত নিবন্ধ

  • আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির