হাত-পা বেধে ৪ বছরের শিশুকে নির্যাতন করতেন পাষন্ড বাবা, উদ্ধার
Published: 28th, September 2025 GMT
নারায়ণগঞ্জের কাশিপুরে অমানবিক নির্যাতনের শিকার চার (৪) বছর বয়সী হোসেন নামের এক শিশুকে তালাবদ্ধ ঘর থেকে তালা ভেঙ্গে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে শিশুটিকে তার বাবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ।
শনিবার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানা সীমান্তের কাশিপুর শান্তিনগর কদম আলী স্কুলের পাশ্ববর্তী সোহেলের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে এ সময় পালিয়ে যায় শিশুটির বাবা সোহেল। সোহেল কাশিপুর শান্তিনগরস্থ কদম আলী স্কুলের সংলগ্ন মৃত মোমেন আলীর পুত্র। উদ্ধার হওয়া শিশুটির বাবা সোহেল একজন মাদকাসক্ত বখাটে বলে স্থানীয়রা জানায়।
স্থানীয়রা জানায়, ২-৩ বছর পূর্বে শিশুটির বাবা-মায়ের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর শিশুটিকে তার মা নিয়ে যায়। কিন্ত শিশুটির বাবা কয়েক মাস পর জোড়পূর্বক শিশুটিকে তার কাছে নিয়ে আসে। তখন থেকেই শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো বাবা সোহেল। বাসা থেকে বের হলে শিশুটিকে ঘরে তালাবদ্ধ করে চলে যেতো।
দিনের অধিকাংশ সময়ই শিশুটিকে অনাহারে থাকতে হতো। কান্না করলে তার ওপর চালতো অমানুষিক নির্যাতন। পিটানো হতো হাত-পা বেধে ঝুলিয়ে। সই নির্যাতনের চিন্থ শরীররে একাধিক স্থানে স্পস্ট হয়ে উঠেছে।
স্থানীয় যুবক ও গ্যাস সিলেন্ডার ব্যবসায়ী শাওন জানান, উদ্ধার হওয়া শিশুটির বাড়ীর পাশেই তার দোকান। দুই থেকে তিন মাস পূর্বে তিনি জানতে পারেন যে, চার বছর বয়সী এক শিশুকে তার বাবা সারাদিন ঘরে তালাবদ্ধ করে বাড়ীর বাইরে বের হয়। পেটের ক্ষুদায় কান্না করলেও শিশুটিকে খাবার দেওয়া হতোনা।কখনো কখনো শিশুটিকে জুস বা চিপস কিনে দিতো শিশুটির মাদকাসক্ত বাবা সোহেল।
তবে অধিকাংশ সময় শিশুটিকে মারধর করা হতো। শিশুটির বাবা বাসা থেকে বের হওয়ার সময় তার হাত-পা বেধে তালা মেরে ঘর থেকে বের হতো। গত দুদিন পূর্বে এক দোকানে শিশুটিকে সহ তার বাবাকে দেখতে পেয়ে স্থানীয় এক মহিলা বাচ্চার রুগ্নবস্থা দেখতে পেয়ে কারন জিজ্ঞেস করলে তাকেও মারধর করে।
এ ঘটনা জানার পর তিনি ভালো করো খোঁজ নিয়ে শিশুটির ওপর অমানুষিক শারিরীক ও মানসীক নির্যাতনের বিষয়ে সত্যতা জানতে পারেন। পরবর্তীতে তিনি অপরিচিত নামের ঢাকার একটি সামাজিক সংস্থার সাথে কথা বলেন। তারা তাকে স্থানীয় থানাকে অবগত করতে বলেন।
পরে শনিবার বিকেলে তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম কে বিষয়টি অবগত করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শরিফুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পাওয়ায় রাত দশটার দিকে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙ্গে শিশুটি কে উদ্ধার করা হয়। প্রথমে তাকে হাসোতালে নিয়ে যাওয়া জয় চিকিৎসার জন্য। শিশুটির শরীররে একাধিক স্থানে ক্ষত রয়েছে।
কতোটা পাষন্ড হলে একজন পিতা শিশু সন্তানের সাথে এমন করতে পারে না দেখলে বিশ্বাস করা যাবেনা। আজ রোববার সকালে জেলা জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা এসে শিশুটিকে নিয়ে যায়। শিশুটির মায়ের সাথে যোগাযোগ করা চেস্টা করেও যোগাযোগ করতে পারেন নি বলে তিনি জানান।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজ কর্মী মোসাম্মৎ তাছলিমা আক্তার জানান, চিকিৎসা শেষে শিশুটির বয়সনুযায়ী সরকারি ছোট মনি নিবাসে শিশুটিকে রাখা হবে। শিশুটি বর্তমানে খুবই অসুস্থ। পুস্টিহীনতা এবং শারীরিক ও মানসীক নির্যাতনের শিকার হওয়া শিশুটি বেশ রুগ্ন হয়ে পরেছে। ফলে তার চিকিৎসাটা খুবই জরুরী।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা নাসরিন জানান, বিষয়টি জানতে পেরে তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটি বর্তমানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের নিকট রয়েছে। তার সু চিকিৎসা সহ সর্ব প্রকার ব্যবস্থা নিবে তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র হওয়
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি