শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনে তারা প্রায় ৩শ জন অসহায় সনাতনীদের মাঝে এ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নগরীর শীতলক্ষ্যা এলাকায় শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে এ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ননী গোপাল সাহা।

নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের অর্থ পরিচালক ভজন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা লিটন চন্দ্র পাল, সহ সভাপতি বিশ্বজিৎ সাহা, বিপ্লব ঘোষ মনা, বিকাশ সাহা, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, মহানগরের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, বন্দর উপজেলার সভাপতি হরি সাহা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই পবিত্র দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের এক মহৎ কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে। তিনি বলেন, মা দুর্গা শক্তির প্রতীক, তিনি শুধু অসুরবিনাশিনী নন, তিনি মায়া, করুণা ও মানবতারও প্রতিচ্ছবি।

এই উপলক্ষে আমরা দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কিছু বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করছি। এটি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এতে রয়েছে ভালোবাসা, সম্মান এবং সমাজের পাশে দাঁড়ানোর এক ছোট প্রয়াস। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো মুখে একটু হাসি ফোটাতে পারে, কারো শীতের দিনে উষ্ণতা দিতে পারে, তবেই আজকের এই অনুষ্ঠান সার্থক হবে।

প্রধান অতিথি আরও বলেন, আমরা চাই, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক উদ্যোগ আরও বড় পরিসরে গড়ে উঠুক। আসুন, আমরা সকলে মিলে একসঙ্গে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করি আর এটাই আমাদের প্রকৃত পূজা, প্রকৃত ধর্ম। সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাতের সভাপতি প্রদীপ কুমার দাস, সহ-সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, যুগ্ম সাধারন সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, কোষাধ্যক্ষ পিন্টু রায়, জেলার সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস,বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা,অজয় সূত্রধর, তপন ধর, সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার সাহা, জীবন সাহা,জয়ন্ত কুমার সাহা পিংকু, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ,১৩ নং ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ সম্পাদকমন্ডলীর সদস্য মজুমদার, ১৭ নং ওয়ার্ড সভাপতি প্রদীপ দাস, মহানগরের প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, সনি সাহা, সম্পাদকমন্ডলীর গৌতম দত্ত, প্রবাস বিশ্বাস,রঞ্জিত দাস, কিশোর দাস, দীলিপ মন্ডল, সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, জেলার যুব ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জেকি নন্দী, মহানগর সাংগঠনিক মিঠুন দত্ত বিল্লু, সহ-সাংগঠনিক সম্পাদক প্রণয় সিংহ, ফনি বর্মন,ভবন বর্মন ও সুজিত ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অসহায় সনাতনীদের মাঝে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণের পর নেতৃবৃন্দরা সন্ধ্যা হতে রাত পর্যন্ত মহানগরের ৩২ টি পুজামন্ডপ পরিদর্শন করেন।

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ দ্বিতীয় দিনের মত না.

গঞ্জ ঐক্য পরিষদের বস্ত্র ও নগদ অর্থ বিতরণ ২ সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে দূর্ঘটনায় কিশোর নিহত ৩ বন্দরে মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তাসহ গ্রেপ্তার ৩ ৪ বন্দরে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৫ জন্মদিনে ৫ শতাধিক অসহায় সনাতনীদের মুখে হাসি ফোটালেন জাকির খান ৬ দুর্গোৎসবের আনন্দ আমরা ভাগাভাগি করে নিতে চাই : সাখাওয়াত ৭ কোকো ফুটবলসহ নানা খেলায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন : সজল  ৮ সিদ্ধিরগঞ্জে কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ৯ না.গঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  ১০ রূপগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদ ও শাস্তি দাবি ১১ সোনারগাঁয়ে অন্তঃস্বত্তা নারীকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানীর অভিযোগ ১২ সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ১৩ সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকার কার্ড বি ১৪ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ে উঠান বৈঠক ১৫ অমানবিক নির্যাতনের শিকার চার বছরের শিশু. তালা ভেঙ্গে উদ্ধার ১৬ জাতীয় নির্বাচনে অংশ নিতে চান জাকির খান ১৭ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ ১৮ মহানগরীর ৭০টি পূজা মন্ডপে মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান  ১৯ না.গঞ্জ সদরে শারদীয় দূর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপি'র ব্রিফিং ২০ বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে : মামুন মাহমুদ  ২১ সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডে তারেক রহমানের ৩১ দফার প্রচারপত্র বিলি ২২ সমস্যা থাকবেই, এর মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে : প্রফেসর বিমল ২৩ বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪ ২৪ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামি আলমগীর গ্রেপ্তার ১ ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু ২ সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮ ৩ সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দল নেতা স্বপন গ্রেপ্তার ৪ ফতুল্লায় কিশোর গ্যাং লিডার ইভন প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন ৫ শহরে অটো রিকসা, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান প্রবেশ নিষিদ্ধের আহবান ৬ ইভন হত্যার মূলহোতা সাইফুল গ্রেফতার  ৭ সিদ্ধিরগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার ৮ সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডিগবল টুর্নামেন্টের উদ্ধোধন ৯ সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা (তালিকা) ১০ রনির প্রস্তাবেই নারায়ণগঞ্জ-৪ আসনের সীমানা পুনঃনির্ধারন সকল খবর

আরো পড়ুন  

জন্মদিনে ৫ শতাধিক অসহায় সনাতনীদের মুখে হাসি ফোটালেন জাকির খান

না.গঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণ 

সামাজিক বন্ধন তৈরি হয় ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে

‎গাবতলীতে মাদক সেবনে বাঁধা দেয়ায়  যুবদল নেতাকে কুপিয়ে জখম ‎ ‎

কদমরসুল সেতু দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া

পূজা উপলক্ষে নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত

জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ২৪, ৫ জনকে কারাদণণ্ড

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জ ল সহ গ র প ত র স দ ধ রগঞ জ উপলক ষ স ন রগ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায় র‍্যাবের গোয়েন্দা দল। অভিযানের বিষয়টি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন জাহিদ ও তাঁর সহযোগীরা। এতে পাশের বাড়ির এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গৃহবধূর নাম জবা আক্তার (২২)। তিনি গাইবান্ধা বাজার এলাকার ভাড়াটিয়া মো. রহিম উদ্দিনের স্ত্রী। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় কৃষক দলের নেতা পারভেজের ওপর হামলা ও গুলি চালান সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীরা। এ ঘটনার পর জাহিদকে ধরতে তৎপরতা শুরু করে র‍্যাব-১১। আজ বিকেলে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় র‍্যাবের গোয়েন্দা দলের সোর্স যান। বিষয়টি বুঝতে পেরে জাহিদ ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এতে পাশের বাড়িতে রান্না করার সময় এক নারী গুলিবিদ্ধ হন।

গৃহবধূর স্বামী মো. রহিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী বাড়িতে রান্না করছিলেন। হঠাৎ একটি গুলি এসে তাঁর বুকে লাগে। খবর পেয়ে তিনিসহ আশপাশের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যোগাযোগ করা হলে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীদের বিষয়ে খোঁজখবর নিতে র‍্যাবের সোর্স সেখানে যান। র‍্যাবের অভিযানকারী দল পৌঁছানোর আগেই সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগী এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ত্রাসী জাহিদ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • আজ মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ, চাকরিজীবীরা ছুটি পাবেন ২৮ দিন
  • ২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
  • বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা
  • ৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরি, জয়ে সিরিজ নিশ্চিত পাকিস্তানের
  • ডায়াবেটিস দিবসে ধানমন্ডি সোসাইটির আয়োজনে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প
  • ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনা মূল্যে সেবা মিলবে বারডেমসহ ৩ কেন্দ্রে
  • আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি: জোনায়েদ সাকি