চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দেশ ট্রাভেলস পরিবহনের এক বাস চালককে মারধরের জেরে আবারো জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এর আগে, বিকেল ৪টার দিকে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘‘সোমবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বাস-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণার পরই দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েকটি বাস ছেড়েও যায়। কিন্তু, রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে দেশ ট্রাভেলসের এক চালককে মারধর করে রাজশাহীর শ্রমিকরা। তারা চাঁপাইনবাবগঞ্জের বাস রাজশাহীর ওপর দিয়ে যেতে দেবে না। তাদের দাবি, একটি বাসের ত্রিশটি আসন পূর্ণ হলে একটি এবং চল্লিশ আসন পূর্ণ হলে দুইটি টিকিটের মূল্য তাদের দিতে হবে। দাবি না মানলে তারা বাস চলাচাল করতে দেবেন না। তাই জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল আবারো বন্ধ হয়ে গেছে।’’

এর আগে, গত বৃহস্পতিবার বাস শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার জেরে মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। সোমবার বিকেলে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়েছিল।

ঢাকা/শিয়াম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ