Prothomalo:
2025-10-03@04:00:47 GMT
‘লেট ইট গো’: চিত্রনাট্য বদলে দেওয়া গান
Published: 29th, September 2025 GMT
লেট ইট গো (Let it go) ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির ফ্রোজেন (Frozen) সিনেমার একটি গান। যৌথভাবে গানটি রচনা ও সুরারোপ করেছেন মার্কিন শিল্পী-দম্পতি কার্স্টেন-অ্যান্ড-রবার্ট লোপেজ। কণ্ঠে তুলেছেন ইদিনা মেনজেল। আর গানের সঙ্গে ঠোঁট নাড়িয়েছেন এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র কুইন এলসা। অ্যানিমেশন মুভির এ চরিত্রটির কণ্ঠও দিয়েছেন ইদিনা। গানটি ২০১৪ সালের ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে অস্কার জিতেছিল। ২০১৫ সালে জেতে মার্কিন সংগীতজগতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড।
সিনেমার প্রয়োজনে গান আসে। ঘটনাপরম্পরার ওপর নির্ভর করেই তৈরি করা হয় গানের কথা, সুর বা গায়কির ধরন। সাধারণত সিনেমার প্রয়োজন মেটায় গান। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটি, অর্থাৎ গানের প্রয়োজন মিটিয়েছে সিনেমা! ২.অস্কার পদক হাতে কার্স্টেন-এন্ড-রবার্ট লোপেজ
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫