ভেঙে গেল নিকোল কিডম্যানের ১৯ বছরের সংসার
Published: 30th, September 2025 GMT
ভালোবেসে ঘর বেঁধেছিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান। কিন্তু এ জুটির ভালোবাসার ছন্দে ছেদ পড়েছে। ভেঙে গেছে তাদের ১৯ বছরের সংসার। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স এ খবর প্রকাশ করেছে।
বিচ্ছেদের বিষয়ে একটি সূত্র পেজ সিক্স-কে বলেন, “নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি। বরং সবকিছু ঠিক রাখার চেষ্টা করছিলেন। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো তার নিজস্ব গতিতে চলে।”
আরো পড়ুন:
প্রেমিককে বিয়ে করলেন সেলেনা গোমেজ
তৃতীয় সন্তানের মা হলেন রিয়ান্না
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড-কে একাধিক সূত্র বলেন, “গ্রীষ্মের শুরু থেকেই আলাদা থাকছেন নিকোল কিডম্যান ও কেইথ আরবান।”
কিডম্যান ও আরবান দম্পতির দুটো কন্যা সন্তান রয়েছে। তারা হলেন—সানডে রোজ (১৭), ফেইথ মার্গারেট (১৪)। সন্তানেরা ৫৮ বছর বয়সি মা কিডম্যানের সঙ্গে রয়েছেন। এ বিষয়ে সূত্রটি বলেন, “কেইথ আরবান এখন ট্যুরে রয়েছেন। এই কঠিন সময়ে কিডম্যান পরিবারটিকে একসঙ্গে রাখার চেষ্টা করছেন।”
২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন কিডম্যান, ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। তাছাড়া নিকোল দত্তক নিয়েছেন দুই সন্তান। তারা হলেন—ইসাবেলা ও কনর।
১৯৬৭ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলুতে জন্ম নেন নিকোল কিডম্যান। তবে তার মূল শিকড় অস্ট্রেলিয়ায়। সিডনিতে বেড়ে ওঠা কিডম্যান অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখেন এবং ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
নিকোল প্রথম জনপ্রিয়তা লাভ করেন অস্ট্রেলিয়ার থ্রিলার ‘ডেড কাম’ সিরিজের মাধ্যমে। তখনই তার অভিনয়ে মুগ্ধ হন টম ক্রুজ। পরে এই অভিনেতা তাকে তার ‘ডেজ অব থান্ডার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। এই ছবিই ছিল কিডম্যানের প্রথম সিনেমা। এই সিনেমার শুটিং সেটেই কিডম্যান ও ক্রুজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে তাদের এ সংসার ভেঙে যায়।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র সন ত ন র আরব ন
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।