দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে সবচেয়ে বড় চমক ৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। জাতীয় দলের হয়ে এর আগে কখনো খেলা হয়নি আসিফের।

১২ অক্টোবর লাহোরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে। যথারীতি অধিনায়ক শান মাসুদ। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম আর রোহাইল নাজির। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে ১৮ জনের দল ছোট করা হবে।

পাকিস্তানের প্রাথমিক টেস্ট দলশান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলী, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।কে এই আসিফ আফ্রিদি

তিন নতুন মুখের মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি আসিফ আফ্রিদি। ফয়সাল আকরাম (২২) ও রোহাইল নাজির (২৩) বয়সে তরুণ, কিন্তু আসিফ আফ্রিদি যে বয়সে ডাক পেলেন, সেই বয়সে অনেকেই অবসরে চলে যান। তাহলে কেন তাঁকে দলে নিল পাকিস্তান?

২০০৯ সালে প্রথম শ্রেণিতে অভিষেক আসিফের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ