নৈতিক স্খলন: নওগাঁয় উপজেলার জামায়াতের আমিরকে বহিষ্কার
Published: 30th, September 2025 GMT
নওগাঁ সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোনায়েম হোসাইনকে মাদ্রাসায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বহিষ্কারের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’’
আরো পড়ুন:
১ থেকে ১২ অক্টোবর নতুন কর্মসূচি দিল জামায়াত
কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা নিহত
আবদুর রাকিব আরো বলেন, ‘‘সম্প্রতি মোনায়েন হোসাইনের বিরুদ্ধে এনায়েতপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে। এরপর ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। যেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’’
তিনি আরো বলেন, ‘‘মোনায়েম বেশ খানিকটা প্রাতিষ্ঠানিক রাজনীতিরও শিকার। তদন্তে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও ওঠে এসেছে। ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।’’
এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
ঢাকা/সাজু/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।