বিসিবি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন রেদোয়ান-হাসিবুল
Published: 30th, September 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে অন্য রকম লড়াই শুরু হলেও বিভাগীয় ও জেলা ক্যাটাগরিতে তেমন কোন উত্তেজনা নেই। পরিচালক পদের জন্য মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুই জন। সাবেক বিসিবি পরিচালক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সঙ্গে প্রার্থিতা ফিরে পেরেছেন মো.
আরো পড়ুন:
৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিম
দুই দিনের মধ্যে নির্বাচক থেকে পরিচালক রাজ্জাক
ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন রেদোয়ান। তার মনোনয়ন বাতিলের ফলে একই বিভাগ থেকে মনোনয়ন দেওয়া বাকি দুই প্রার্থী-আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা ছিল। এখানে লড়াই হবে ত্রিমুখী। পরিচালক হতে পারবেন দুই জন।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হাসিবুল আপিল করে ফিরে পেয়েছেন। মোট ৫টি আপিল হয়েছিল। ২টি সফল হয়েছে। আপিল করেও সফল হননি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মেহেদি হাসান পুলক, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসানুজ্জামান ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন।
এদিকে ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন নিয়ে চরম নাটকীয়তা অপেক্ষা করছে। নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে সরকারের একটি পক্ষ, দাবি ক্লাবগুলোর। যার কারণে নির্বাচন বয়কট করতে পারে অন্তত ১০-১২টি ক্লাব। তফসিল অনুযায়ী আগামীকালই মনোনয়ন প্রত্যাহারের দিন।
এদিকে মঙ্গলবার বিকেলে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নির্বাচনে ১৫টি ক্লাবের অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন ফারুক আহমেদ।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।