সেই সাইমই এখন টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার, অভিষেকের পয়েন্টের রেকর্ড
Published: 1st, October 2025 GMT
হার্দিক পান্ডিয়াকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাইম আইয়ুব। পাকিস্তানের এই ক্রিকেটার সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে বাজে সময় কাটালেও বল হাতে ছিলেন দুর্দান্ত। আর সেটিরই ফল, চার ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারে প্রথমবারের মতো এক নম্বর স্থান।
আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন ভারতের অভিষেক শর্মা। আগে থেকেই ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে থাকা এই ওপেনার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।
২৩ বছর বয়সী সাইম এবারের এশিয়া কাপে ৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৪ বারই শূন্য রানে আউট হয়েছেন। সব মিলিয়ে এশিয়া কাপে এই বাঁহাতির ব্যাট থেকে এসেছে মাত্র ৩৭ রান। বোলিংয়ে তাঁর পরিচয় খণ্ডকালীন স্পিনারের।
তবে পাকিস্তানের হয়ে এশিয়া কাপে বল হাতে নিয়েছেন নিয়মিতই। ৬ ইনিংসে বল অফ স্পিন করে তিনি নিয়েছেন ৮ উইকেট, ওভারপ্রতি খরচ ৬.
মূলত বোলিংয়ের এই এই সাফল্য তাঁর রেটিং ২৪১-এ নিয়ে গেছে। সাইমের উত্থানে এক ধাপ করে পিছিয়ে দুইয়ে পান্ডিয়া (২৩৩), তিনে আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৩১)। অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে অন্য দুজন নেপালের দীপেন্দ্র সিং ঐরী এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
অভিষেক শর্মা এবারের এশিয়া কাপে ৩১৪ রান করেনউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩২ নম্বরের দিকে যাওয়া ২টি বুলডোজার আটকে দিল সেনাবাহিনী
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া দুটি বুলডোজার আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, দুটি বুলডোজার ট্রাকে করে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বুলডোজারের ওপরে কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার ঘোষণা দিচ্ছিল। পরে সেনাবাহিনী ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ৩২ নম্বরে প্রবেশের রাস্তায় বুলডোজার দুটি আটকে দেন। ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা চলছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আলোচিত এ মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশজুড়ে এলাকায় সর্বোচ্চ সতর্কতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং চলতি বছরের ফেব্রুয়ারিতেও বুলডোজার এনে বাড়িটির কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।
ঢাকা/এমআর/মাসুদ