সেই সাইমই এখন টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার, অভিষেকের পয়েন্টের রেকর্ড
Published: 1st, October 2025 GMT
হার্দিক পান্ডিয়াকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাইম আইয়ুব। পাকিস্তানের এই ক্রিকেটার সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে বাজে সময় কাটালেও বল হাতে ছিলেন দুর্দান্ত। আর সেটিরই ফল, চার ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারে প্রথমবারের মতো এক নম্বর স্থান।
আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন ভারতের অভিষেক শর্মা। আগে থেকেই ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে থাকা এই ওপেনার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।
২৩ বছর বয়সী সাইম এবারের এশিয়া কাপে ৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৪ বারই শূন্য রানে আউট হয়েছেন। সব মিলিয়ে এশিয়া কাপে এই বাঁহাতির ব্যাট থেকে এসেছে মাত্র ৩৭ রান। বোলিংয়ে তাঁর পরিচয় খণ্ডকালীন স্পিনারের।
তবে পাকিস্তানের হয়ে এশিয়া কাপে বল হাতে নিয়েছেন নিয়মিতই। ৬ ইনিংসে বল অফ স্পিন করে তিনি নিয়েছেন ৮ উইকেট, ওভারপ্রতি খরচ ৬.
মূলত বোলিংয়ের এই এই সাফল্য তাঁর রেটিং ২৪১-এ নিয়ে গেছে। সাইমের উত্থানে এক ধাপ করে পিছিয়ে দুইয়ে পান্ডিয়া (২৩৩), তিনে আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৩১)। অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে অন্য দুজন নেপালের দীপেন্দ্র সিং ঐরী এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
অভিষেক শর্মা এবারের এশিয়া কাপে ৩১৪ রান করেনউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ