চলচ্চিত্র, নাটক ও সংগীত—তিন ক্ষেত্রেই সমান জনপ্রিয়তার আসন গড়েছেন অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে যতবারই পর্দায় এসেছেন, প্রতিবারই দর্শকের কাছে নিজেকে ভিন্নভাবে হাজির করেছেন। নাটক-সিনেমার পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও। 

সেই ধারাবাহিকতায় এবার বাবুকে দেখা যাবে নতুন বিজ্ঞাপনচিত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনিক বিশ্বাস। 

আরো পড়ুন:

পান্থর উপস্থাপনায় ‘স্টারগল্প’, অতিথি জুয়েল আইচ-তারিক আনাম খান

ফেসবুকে ছবি দিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার কেয়া পায়েল

অনিক বিশ্বাস বলেন, “বাবু ভাই এমন এক শিল্পী, যিনি যেকোনো মাধ্যমে অভিনয় করলেই আলাদা এক গ্রহণযোগ্যতা তৈরি হয়। এই বিজ্ঞাপনের গল্পে তার উপস্থিতি খুব জরুরি ছিল। দর্শকরা ভিন্ন কিছু উপহার পাবেন।” 

অভিজ্ঞ এই অভিনেতা কাজটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি সব সময় গল্পনির্ভর কাজে আগ্রহী। গত কয়েক বছর ধরে কাজ বাছাইয়ে আরো সচেতন হয়েছি। অনিক যখন বিজ্ঞাপনটির পরিকল্পনা জানায়, বুঝতে পারি তার ভাবনা ভিন্ন। সেই কারণেই আমি কাজটিতে যুক্ত হই।” 

বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই বিজ্ঞাপনচিত্রে বাবুর সঙ্গে অভিনয় করেছেন শিবলী নোমান ও রাফা নাঈম। সম্প্রতি ইজিকো টিভির এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। খুব শিগগির বিজ্ঞাপনটি প্রচারিত হবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে। 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ