ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন ভবনে আগামী ৬ অক্টোবর সংলাপটি অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিকে নিয়ে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের অভিযোগ

তিনি আরো জানান, ইতোমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে ভোট সংলাপ শুরু করে ইসি। প্রথম দফায় সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে এবং পরে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের এই ধারাবাহিক সংলাপের উদ্দেশ্য হল অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ