চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম জয় তারা (১৬)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২০। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত কিশোরী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। গত সোমবার ডেঙ্গু আক্রান্ত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর পাশাপাশি কিডনিসংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে ২০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসিমা আক্তার (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়। এরপর চট্টগ্রামে টানা ১০ দিন ডেঙ্গুতে মৃত্যু শূন্য ছিল।

সিভিল সার্জনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত মোট ২৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৪১। এর মধ্যে ৪২৭ জন শিশু, ৭৪৮ জন নারী ও ১ হাজার ৩৩০ জন পুরুষ। ডেঙ্গুর পাশাপাশি এদিন ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়ায় সাতজন আক্রান্ত হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ