হ্যাটট্রিকে এমবাপ্পের ‘৬০’, চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক কোন দলের
Published: 1st, October 2025 GMT
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে কাজাখস্তানের ক্লাব কাইরাতের মাঠে ৫-০ গোলের বড় জয় পায় রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক করেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে এটা তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। গত মৌসুমে ম্যানচেস্টার বিপক্ষে হ্যাটট্রিক করেন রিয়ালের হয়ে।
মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়ার আগে এই প্রতিযোগিতায় পিএসজির হয়েও দুটি হ্যাটট্রিক করেন এমবাপ্পে। ২০১৯ সালে বেলজিয়ান ক্লাব ব্রুগে এবং ২০২১ সালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেন এই ফরাসি তারকা। কাইরাতের মাঠে জয়ের পর এমবাপ্পে বলেন, ‘আরও গোল করতে পারতেন।’ চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৮৯ ম্যাচে মোট ৬০ গোল করলেন এমবাপ্পে। রোনালদো নাজারিও, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়ালের চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন এমবাপ্পে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এবারই প্রথম খেলতে আসা দলটির বিপক্ষে প্রথমার্ধের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। বিরতির পর ৫২ ও ৭৩ মিনিটে করেন আরও দুই গোল। জয়ের পর ‘মুভিস্টার’কে এমবাপ্পে বলেন, ‘আমার মতো খেলোয়াড় পাঁচটি সুযোগ পেলে পাঁচটি গোলই করা উচিত। আজ (গতকাল রাতে) তিনটি করেছি, সেটা ভালোই। কিন্তু আরও গোল করতে পারতাম। গোল করতে আরও নিখুঁত হওয়ার চেষ্টা করব।’
রিয়াল কোচ জাবি আলোনসোও মনে করেন, ম্যাচে আরও গোল করতে পারত তাঁর দল। জয়ের পর আলোনসো বলেন, ‘এই ফরম্যাটে গোলের সুযোগ পেলে সেটা করতে ব্যর্থ হওয়া যাবে না। আরও গোল করতে পারতাম আমরা। কিন্তু আজকের মতো মিশন শেষ হয়েছে।’
প্রথম আলো গ্রাফিকস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ আরও গ ল করত ন এমব প প
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫