মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৬৫ জন। গত সপ্তাহে মেক্সিকোর কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট প্লাবিত হয়, ভূমিধসের ঘটনা ঘটে এবং সড়ক ও সেতু ভেঙে যায়। গত সোমবারও অনেক ছোট গ্রামে রাস্তাঘাট দিয়ে পৌঁছানো যায়নি।

স্থানীয় লোকজন খাবার ও জিনিসপত্র পৌঁছানোর জন্য পথ পরিষ্কার করছেন। প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সোমবার বলেন, উদ্ধারকাজে সহায়তার জন্য প্রায় ১০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নৌকা, বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

বন্যায় বিপর্যস্তদের জন্য জরুরি খাবার ও পানি পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় যাঁরা বাড়ি হারিয়েছেন, তাঁদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। হেলিকপ্টার দিয়ে দূরবর্তী মানুষদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

মেসির রেকর্ড, ছয় গোলে পুয়ের্তো রিকোকে নিয়ে ‘ছেলেখেলা’ আর্জেন্টিনার

আর্জেন্টিনা ৬-০ পুয়ের্তো রিকো

ফিফা র‌্যাংঙ্কিংয়ে একটি দল তৃতীয়, আরেকটি ১৫৫তম। প্রীতি ম্যাচে এ দুটি দল মুখোমুখি হলেও স্কোরলাইন প্রীতি ও বন্ধুত্বময় না থাকার সম্ভাবনাই বেশি। যেমন ধরুন, মায়ামির চেজ স্টেডিয়ামে আজ পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি। নামে প্রীতি ম্যাচ অথচ স্কোরলাইন কি না ৬-০!

পুয়ের্তো রিকোকে আর্জেন্টিনা কোনো গোল করতে দেয়নি। অথচ নিজেরা পাঁচ গোল করেছে। বিশ্রাম থেকে ফিরে দুটি গোলে লিওনেল মেসির অবদান। দুটি করে গোল করেন লাওতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। একটি করে গোল গঞ্জালো মন্তিয়েল ও পুয়ের্তো রিকোর। মানে ৬৪ মিনিটে পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়া আত্মঘাতী গোল করেন।

সম্পর্কিত নিবন্ধ