‎গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপারদের  বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‎এসময় প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

‎বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জি.

মো. মাহাবুব রহমান সঞ্চালনায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, ‎নারায়গঞ্জ জেলা বাস,  মিনিবাস পরিবহনের কেন্দ্রীয় মালিক সমিতি  মো. রওশোন আলী সরকার, ‎নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া‎বিভিন্ন পরিবহনের সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপারগন।

‎এর আগে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‎পৃথিবীতে প্রযুক্তির কারণ অনেক পরিবর্তন হয়েছে  পৃথিবী থেমে নাই। প্রযুক্তির কারণে সব সেক্টরে পরিবর্তন হচ্ছে।পরিবহন সেক্টরে অনেক জায়গায় গাড়িতে চালক বসা লাগে না। নিদিষ্ট গন্তবে নামিয়ে দিচ্ছে।

আমরা এই পরিবর্তন থামিয়ে রাখতে পারছি না ২০-৩০ বছর আগে যেমনন তেমনি চলি তাহলে প্রযুক্তির সাথে তাল মিলানো হচ্ছে না। বিশ্বের সাথে তাল মেলানো হচ্ছ না। জীবন একটাই জম্মানোর পরও যদি পরিবর্ন না করেন সময়ের সাথে পরিবর্তন না করেন তাহলে স্বার্থকতা কোথায়।

‎‎যখন থেকে ইঞ্জিল আবিষ্কার হবার পর থেকে মানুষের গতি বেরে গেছে। আপনানরা ইঞ্জির চালিয়ে আমাদের জীবনের গতি বারিয়ে দিয়েছেন কিন্তু আমাদের জীবনে গতি বারালেও পৃথিবীর গতিসাথে চলতে পারছি না।  পৃথিবীর গতিতে চলতে হবে সেই লক্ষ্যে কাজ করতে হবে। ‎‎পরিহবন সেক্টর যারা চালাচ্ছেন এই সেক্টরে রাজা ‎আপনারা।

‎আপনারা যদি শৃঙ্খলা বদ্ধ না হন, আইনশৃঙ্খলায় না আসেন, আপনাদের অবস্থান যদি তৈরি না, সম্মানের জায়গা তৈরি না হয়। ‎পরবর্তিতে যারা আসবে তারা সম্মান পাবে না।

চালক হিসাবে আপনাকে গর্ব করতে হবে কোনো পেশাই ছোটো না। আপনারা কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারলে দেশের বাইরে নিজেদে অবস্থান তৈরি করতে পারবেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল পর বহন

এছাড়াও পড়ুন:

সাধারণ মানুষের ভাবনায় প্রাইম বাবুল

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে  মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলকে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। ডেঙ্গু প্রতিরোধে প্রগার মেশিন সরবরাহ, ফ্রী মেডিকেল সার্ভিস সহ নানামুখী উদ্যোগে প্রসংশিত হচ্ছেন তিনি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিল্পপতি বাবুলের পক্ষে তার সমর্থকরা শহর ও বন্দরে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। জনমত গড়ে তুলছে তারা বাবুলের পক্ষে। ভোটারদের কাছে আবু জাফরের নির্বাচনী সালাম পৌঁছে দিচ্ছেন তারা।

এদিকে আবু জাফর আহমেদ বাবুল নিজেও দিনরাত দলীয় নেতাকর্মী ছাড়াও  শহর ও বন্দরের বিভিন্ন এলাকার মানুষের সাথে যোগাযোগ করছেন। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এবং তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শহর ও  বন্দরের উন্নয়নে কি কি করবেন সেই ম্যাসেজ দিচ্ছেন। 

 ওদিকে দলের একাধিক নেতাকর্মী জানান, আবু জাফর আহমেদ বাবুলের সাথে কেন্দ্রীয় নেতাদেরও যোগাযোগ রয়েছে। তিনি বিগত সময়ে নারায়ণগঞ্জে দলের নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে স্থানীয় বিএনপির জন্য ভালোই হবে। তিনি একজন শিল্পপতি। তার চাওয়া পাওয়ার কিছু নাই। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দল ও এলাকার উন্নয়নে তিনি অনেক বেশি ভুমিকা রাখতে পারবেন।

সাধারণ মানুষও মনে করছেন, শিল্পপতি বাবুল সাহেব মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে এলাকার অনেক উন্নয়ন হবে, এলাকার জন্য ভালো হবে। তিনি হাসিখুশি মানুষ। কোনো অহংকার নাই। সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন। 

প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল গণমাধ্যমকে জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।

 

সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।

গত শুক্রবার থেকে আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে  শুরু হয়েছে ফ্রী মেডিকেল সার্ভিস।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জের লুবনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার নামে মামলা
  • নারায়ণগঞ্জের এনসিপি নেত্রী লুবনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ফতুল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে নারায়ণগঞ্জ টাইমস পরিবারের শুভেচ্ছা
  • সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে বিএনপির ব্যতিক্রমী মুক্ত আলোচনা  
  • সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে বিএনপির ব্যাতিক্রমী মুক্ত আলোচনা  
  • খানপুর হাসপাতাল থেকে ১৫ দালাল আটক ও কারাদন্ড প্রদান
  • ফতুল্লা প্রেসক্লাবে সভাপতি রহিম সেক্রেটারি মাসুম
  • সাধারণ মানুষের ভাবনায় প্রাইম বাবুল