মর্গেও জয়-মারজিয়া দম্পতির খোঁজ পেলেন না স্বজনেরা
Published: 14th, October 2025 GMT
এক সপ্তাহ আগে মিরপুরের শিয়ালবাড়ির একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন জয় মিয়া (২০) ও মারজিয়া সুলতানা (১৮)। সম্পর্কে তাঁরা স্বামী স্ত্রী। মঙ্গলবার শিয়ালবাড়িতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে দুজনই নিখোঁজ।
শিয়ালবাড়িতে যে দুটি ভবনে আগুন লাগে সেখানকার একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত পোশাক কারখানায় স্বামী–স্ত্রী কাজ করতেন। জয় মিয়া কাজ করতেন অপারেটর হিসেবে। আর স্ত্রী মারজিয়া সুলতানা ছিলেন হেলপার (সহযোগী)।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান মারজিয়ার বাবা মো.
রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহগুলো ঢাকা মেডিকেলে আনা হয়। প্রায় ৩ ঘণ্টা পর মরদেহ শনাক্ত করতে মর্গে প্রবেশ করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা।
মারজিয়ার বাবা ও জয় মিয়ার বাবা সবুজ মিয়াও সন্তানদের মরদেহ শনাক্ত করতে মর্গে প্রবেশ করেন। তাঁরা সেখানে থাকা ১৮টি মরদেহ দেখেন। কিন্তু সন্তানদের কোনো মরদেহ সেখানে শনাক্ত করতে পারেননি তাঁরা।
এরপর মারজিয়া ও জয়ের ছবি হাতে মর্গ থেকে বেরিয়ে আহাজারি করেন সুলতান। তিনি প্রথম আলোকে বলেন, মর্গের সব জায়গা খুঁজেও মেয়ে ও জামাইকে পাওয়া যায়নি। কোনো মরদেহকেই তাদের মতো মনে হয়নি। অনেকগুলো আবার পুড়ে গেছে, চেনা যায় না।
এখন কী করবেন এমন প্রশ্নের জবাবে মারজিয়ার বাবা প্রথম আলোকে জানান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখবেন খোঁজ পান কি না। এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েও দেখেছেন, কিন্তু সেখানে পাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে ১৬টি মরদেহ আনা হয়েছে। ঢাকা, ১৪ অক্টোবরউৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৫ অক্টোবর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আগামীকাল ভোরে কলম্বিয়ার মুখোমুখি আর্জেন্টিনা।
লাহোর টেস্ট-৪র্থ দিনপাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বেলা ১১টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস
ইংল্যান্ড-পাকিস্তান
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
মরক্কো-ফ্রান্স
রাত ২টা, ফিফা প্লাস
আর্জেন্টিনা-কলম্বিয়া
আগামীকাল ভোর ৫টা, ফিফা প্লাস