চট্টগ্রাম অঞ্চলের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ মঙ্গলবার নোয়াখালী, চট্টগ্রামের লোহাগাড়া ও রাঙামাটির বাঘাইছড়িতে এসব দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ আরও তিনজন আহত হন।

পুলিশ জানায়, বিকেল সোয়া পাঁচটার দিকে নোয়াখালী–লক্ষ্মীপুর মহাসড়কের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় লক্ষ্মীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক যাত্রী হাসিনা আক্তার (৫৫)–কে মৃত ঘোষণা করেন। তিনি চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছফুরা খাতুন (৬৬) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই নারী হেঁটে সড়ক পার হচ্ছিলেন। ওই সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিতু চাকমা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর দুই সঙ্গী—আবু বক্কর ছিদ্দিক (২৪) ও মোহাম্মদ সাব্বির আহম্মেদ (২৪)।

স্থানীয় বাসিন্দা প্রাঞ্জল চাকমা জানান, বিকেলে নিতু চাকমা বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিতু চাকমাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন য় ব ঘ ইছড় উপজ ল র

এছাড়াও পড়ুন:

রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ও ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দং ইউ এর সঙ্গে রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গঠিত গ্লোবাল অ্যালায়েন্সের নতুন কার্যালয় উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার এফএও সদর দপ্তরে তিন নেতা যৌথভাবে অ্যালায়েন্সের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলার উদ্যোগে প্রস্তাবিত এই গ্লোবাল অ্যালায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা দেশ ব্রাজিল ও বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে তিন নেতা অ্যালায়েন্সের নবনির্মিত কার্যালয়ে একসঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন। তাঁরা উদ্যোগটিকে বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করে যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে এমন সময়ে যখন গাজা ও সুদানে দুর্ভিক্ষ চলছে এবং বিশ্বজুড়ে ৩০ কোটির বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘চলুন, আমরা একসঙ্গে কাজ করি—ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে।’

প্রেসিডেন্ট লুলা ও মহাপরিচালক কু দং ইউও সংক্ষিপ্ত বক্তব্যে নতুন অংশীদারত্বের তাৎপর্য তুলে ধরেন এবং খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান। অনুষ্ঠানে ব্রাজিলের কয়েকজন মন্ত্রী ছাড়াও বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ