হংকং ১–১ বাংলাদেশ

গ্যালারির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন লাল সমুদ্র। প্রায় ৫৫ হাজার দর্শকের গায়েই লাল জার্সি। এক কোনায় সাদা জার্সি পরা শ দুয়েক বাংলাদেশি সমর্থক। এই শ দুয়েক সমর্থকের মনেও লুকিয়ে ছিল জয়ের আকাঙ্ক্ষা। পাঁচ দিন আগে ঢাকায় হংকংয়ের কাছে ৪–৩ গোলে হেরে যাওয়ার হতাশা ভুলতে আজ হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাঁরা জয়ই চাইছিলেন। ফিরতি এই ম্যাচে ১০ জনের হংকংয়ের বিপক্ষে জিততে না পারলেও শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে বাংলাদেশ দল।

ম্যাচটা না জেতায় বাংলাদেশের ২০২৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা প্রায় শেষই হয়ে যায়। আজ পরে ভারতের মারগাওয়ে গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুর ভারতকে ২–১ গোলে হারানোতেই বাংলাদেশের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ২, হংকংয়ের ৮। চার ম্যাচে ভারতের পয়েন্ট ২, সিঙ্গাপুরের ৮। বিদায় নিশ্চিত হয়েছে ভারতেরও। হংকং কিংবা সিঙ্গাপুরের এক দলই ‘সি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে খেলবে।

আল্লাহর অশেষ রহমত, গোল করতে পেরেছি। গত ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি, এটা সেই কষ্টের ফল। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি।রাকিব হোসেন, ফরোয়ার্ড, বাংলাদেশ

টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে আজ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। তবে ড্র–টাও কম নয়। গোল করে বাংলাদেশকে সমতায় এনে এক পয়েন্ট উপহার দেওয়া গোলদাতা রাকিব ম্যাচ শেষে খুশি, ‘আল্লাহর অশেষ রহমত, গোল করতে পেরেছি। গত ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি, এটা সেই কষ্টের ফল। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। প্রত্যেকটা খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে, যে কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। আমরা জিততেও পারতাম, কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করেছি।’

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা হলো না বাংলাদেশের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হংকংয়ের বিপক্ষে ড্র করার পর ভারতকে নিয়ে বিদায় বাংলাদেশের

হংকং ১–১ বাংলাদেশ

গ্যালারির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন লাল সমুদ্র। প্রায় ৫৫ হাজার দর্শকের গায়েই লাল জার্সি। এক কোনায় সাদা জার্সি পরা শ দুয়েক বাংলাদেশি সমর্থক। এই শ দুয়েক সমর্থকের মনেও লুকিয়ে ছিল জয়ের আকাঙ্ক্ষা। পাঁচ দিন আগে ঢাকায় হংকংয়ের কাছে ৪–৩ গোলে হেরে যাওয়ার হতাশা ভুলতে আজ হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাঁরা জয়ই চাইছিলেন। ফিরতি এই ম্যাচে ১০ জনের হংকংয়ের বিপক্ষে জিততে না পারলেও শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে বাংলাদেশ দল।

ম্যাচটা না জেতায় বাংলাদেশের ২০২৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা প্রায় শেষই হয়ে যায়। আজ পরে ভারতের মারগাওয়ে গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুর ভারতকে ২–১ গোলে হারানোতেই বাংলাদেশের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ২, হংকংয়ের ৮। চার ম্যাচে ভারতের পয়েন্ট ২, সিঙ্গাপুরের ৮। বিদায় নিশ্চিত হয়েছে ভারতেরও। হংকং কিংবা সিঙ্গাপুরের এক দলই ‘সি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে খেলবে।

আল্লাহর অশেষ রহমত, গোল করতে পেরেছি। গত ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি, এটা সেই কষ্টের ফল। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি।রাকিব হোসেন, ফরোয়ার্ড, বাংলাদেশ

টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে আজ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। তবে ড্র–টাও কম নয়। গোল করে বাংলাদেশকে সমতায় এনে এক পয়েন্ট উপহার দেওয়া গোলদাতা রাকিব ম্যাচ শেষে খুশি, ‘আল্লাহর অশেষ রহমত, গোল করতে পেরেছি। গত ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি, এটা সেই কষ্টের ফল। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। প্রত্যেকটা খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে, যে কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। আমরা জিততেও পারতাম, কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করেছি।’

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা হলো না বাংলাদেশের

সম্পর্কিত নিবন্ধ