ভোটারদের প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান মাহমুদুর রহমান মান্নার
Published: 13th, November 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেখে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার খাদইল, বুড়িগঞ্জ, রাজারগাড়ি, আলিগ্রাম ও জামুরহাটে একাধিক পথসভায় তিনি এ আহ্বান জানান।
মাহমুদুর রহমান বলেন, ৪০ দিনে দেড় হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় যাকে দেখেছে, তাকেই গুলি করেছে। শেখ হাসিনা তাদের বলেছেন, ‘আমার বিরুদ্ধে যারা মিছিল করে তাদের এটাই প্রাপ্তি।’
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘অনেক রক্ত পেরিয়ে আমরা ভোটের কিনারে এসে দাঁড়িয়েছি। যাকে তাকে ভোট দিলে হবে না। ভালো প্রার্থীকে ভোট দিতে হবে। ভোট এমন প্রার্থীকে দিতে হবে, যে ভোট দেশে একটা ভালো সরকার আনবে, যে সরকার জনগণের উপার্জনের ব্যবস্থা নিশ্চিত করবে।’
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনটি মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন আছে। বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-২ বাদে বাকি ছয়টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ এলাকার নানা শ্রেণি–পেশার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মাহমুদুর রহমান এবং তাঁদের কাছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক ঐক্যের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্ট ভর্তি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁদের সন্ধানে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের পাননি।
জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টুরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ নামের দুই যুবক। পরে তারা দুই টার দিকে মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন।
সাড়ে তিন টার দিকে তলা ফেঁটে ট্রলারটি রানা ও শুভ নামের দুই যুবকসহ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেন।
বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোজ রয়েছেন। তাদের সন্ধানে চেষ্টা চলছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়।
ধারনা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবেছে। দু’ঘন্টা চেষ্টা করে তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে।
আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, তাদের কাছ থেকে সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে তারা চলে যায়। ভোরে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠ্যাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।