বিপিএলের চট্টগ্রাম পর্বে দুই ম্যাচেই জিতেছে ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে তামিম ইকবালের দল। রোববার স্বাগতিক দল চট্টগ্রাম কিংসকে হারিয়েছে বরিশাল। মাঠে চট্টগ্রামের চেয়েও যেন বেশি দর্শক ছিল বরিশালের। এমনকি বিপিএলের ঢাকা এবং সিলেট পর্বেও নিজেদের অনেক দর্শক পেয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। 

বিষয়টি নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের ডানহাতি পেসার রিপন মন্ডল জানান, তাদের দলে অনেক তারকা ক্রিকেটার আছেন। যাদের খেলা দেখে অনেকে বড় হয়েছেন। যে কারণে তাদের খেলা দেখতে ও সমর্থন দিতে মাঠে আসছেন দর্শকরা। 

বল হাতে তিন উইকেট নেওয়া রিপন মন্ডল বলেন, ‘চাপ অনুভব হয়নি। সাধারণত হোম টিম সুবিধা পায়, নিজেদের দর্শক থাকে। তবে আমাদেরও অনেক দর্শকও ছিল। আমার তো মনে হয় আমাদের দর্শক বেশি ছিল।’ 

বরিশালের দর্শক বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে ডানহাতি এই তরুণ পেসার বলেন, ‘আমাদের দলে অনেক তারকা ক্রিকেটার আছেন। যাদের খেলা দেখে অনেকে বড় হয়েছে। তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই খেলছেন। আমার মনে হয় তাদের জন্য আমাদের এতো দর্শক।’ 

বিপিএলের ঢাকা ও সিলেট পর্বে বেঞ্চে বসিয়ে রাখা হয় বরিশালের টপ অর্ডার ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে। সুযোগ পেয়েই ব্যাক টু ব্যাক ফিফটি করা মালান সম্পর্কে রিপন জানান, মালানকে দল থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল, ‘মালান টি-২০’র এক নম্বর ব্যাটার ছিলেন। দলের সমন্বয়নের কারণে শুরুতে তিনি খেলেননি। তবে তাকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল। উনারা বড় খেলোয়াড়, জানেন কীভাবে পারফর্ম করতে হয়। সুযোগ পেলে সেরাটা দিতে কীভাবে দিতে হয়।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ