শিক্ষার্থীকে পুলিশে দিল রাবি প্রশাসন
Published: 26th, February 2025 GMT
হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি-সংক্রান্ত ফেসবুক পোস্ট নিজের টাইমলাইনে শেয়ারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে মতিহার থানা পুলিশে দেন। পরে সাগরের সিটও বাতিল করে হল প্রশাসন।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাগর মাদার বখশ হলের আবাসিক ছাত্র। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশনের লেখা খেয়াল করিনি। বুঝলে কখনও এমন পোস্ট শেয়ার করতাম না। বুঝতে পেরেই পোস্টটি আমি ডিলিট করেছি।’
জানা যায়, আসাদ নূর নামে ব্লগার তাঁর ফেসবুকে রাসূল (সা.
প্রাধ্যক্ষ জানান, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার আগেই প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাৎক্ষণিকভাবে সাগরের সিট বাতিল করা হয়।
প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘মব এড়াতে অভিযুক্তকে পুলিশে দেওয়া হয়েছে। তদন্তে পুলিশ তাঁর সম্পৃক্ততা পেলে আইনানুগ ব্যবস্থা নেবে। ভুলে এমন করে থাকলে শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করা হবে।’
মতিহার থানার ডিউটি অফিসার আব্বাস আলী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার রাতে এক শিক্ষার্থীকে থানায় হস্তান্তর করে। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই