শিক্ষার্থীকে পুলিশে দিল রাবি প্রশাসন
Published: 26th, February 2025 GMT
হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি-সংক্রান্ত ফেসবুক পোস্ট নিজের টাইমলাইনে শেয়ারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে মতিহার থানা পুলিশে দেন। পরে সাগরের সিটও বাতিল করে হল প্রশাসন।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাগর মাদার বখশ হলের আবাসিক ছাত্র। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশনের লেখা খেয়াল করিনি। বুঝলে কখনও এমন পোস্ট শেয়ার করতাম না। বুঝতে পেরেই পোস্টটি আমি ডিলিট করেছি।’
জানা যায়, আসাদ নূর নামে ব্লগার তাঁর ফেসবুকে রাসূল (সা.                
      
				
প্রাধ্যক্ষ জানান, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার আগেই প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাৎক্ষণিকভাবে সাগরের সিট বাতিল করা হয়।
প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘মব এড়াতে অভিযুক্তকে পুলিশে দেওয়া হয়েছে। তদন্তে পুলিশ তাঁর সম্পৃক্ততা পেলে আইনানুগ ব্যবস্থা নেবে। ভুলে এমন করে থাকলে শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করা হবে।’
মতিহার থানার ডিউটি অফিসার আব্বাস আলী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার রাতে এক শিক্ষার্থীকে থানায় হস্তান্তর করে। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।
  
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’