পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে আলোচনায় আসা ব্যবসায়ী লিপি খান গ্রেপ্তার
Published: 16th, March 2025 GMT
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তোলার পর আলোচনায় আসা রংপুরের অন্যতম ব্যবসায়ী লিপি খান ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিপি খান রংপুরের ধনাঢ্য ব্যবসায়ী ভরসা পরিবারের পুত্রবধূ এবং এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান।
লিপি খান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্রও কেনেন। গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া তিনি ১৯ জুলাই রংপুরের সিটি বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলির ঘটনায় হত্যাচেষ্টা মামলার ১৭৯ নম্বর আসামি।
ঘটনার শুরু এ মামলা থেকেই। সম্প্রতি মামলাটি থেকে নাম বাদ দিতে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন লিপি। গত ১১ মার্চ এ নিয়ে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মামলার আসামি তালিকা থেকে নাম সরাতে রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার শিবলী কায়সার।
এ নিয়ে গত বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে লিপি তার ম্যানেজার পলাশ হাসানকে রংপুর কোতোয়ালি থানায় পাঠান। সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার থানার ভেতরেই পলাশকে বেধড়ক মারধর করেন। পরে শিবলীর নাম বাদ দিয়ে চেম্বারের পরিচালক অমিত বণিকের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় অমিতকে কারাগারেও পাঠানো হয়। এসব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে গত শনিবার দুপুরে শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে ফেরানো হয়েছে। এরপর লিপিকেও গ্রেপ্তার করা হলো।
মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ব্যবসায়ী লিপিকে গুলশান থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস য়
এছাড়াও পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।
ঢাকা/রেজাউল/এস