ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের জন্মদিন ছিল গতকাল। এর আগে শাকিবের প্রশংসা করে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু-বুবলী দুজনেই। এবার তার দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর বিশেষ আয়োজন জন্মদিনটি পালন করেছে। সেকথা বীরের মা চিত্রনায়িকা বুবলী তার ফেসবুকে জানিয়েছেন।

শুক্রবার মধ্যরাতে ফেসবুকে কয়েকটি ছবি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন বুবলী। সেখানে দেখা যায়, ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাকিব খান।

ভিডিওতে দেখা যায়, বীরকে নিয়ে একটি নীল-সাদা কম্বিনেশনের সুন্দর কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের তরফ থেকে লেখা- 'হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।' এরপর কেক কেটে বীরকে তা খাইয়ে দিতেও দেখা যায় শাকিবকে।

বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।'

বুবলীর এই পোস্টে অনুরাগীদের সাড়া ছিল ব্যাপক। শাকিবকে জন্মদিনের শুভেচ্ছাসহ বাবা-সন্তানকেও ভালোবাসায় ভরিয়ে দেন তারা।

এর আগে শাকিবকে প্রশংসা করে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু-বুবলী দুজনেই। এ সময় প্রাক্তন স্বামীকে তারা সম্বোধন করেন নানা তকমায়। যেমন, অপু বিশ্বাসের কাছে শাকিব খান হচ্ছেন শাহরুখ খান। আর বুবলীর কাছে তিনি মহারাজা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কুয়েটে অন্তবর্তী উপাচার্য নিয়োগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী।

আজ ‎বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য হযরত আলী উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ