ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে লাইমলাইটে থাকেন। এবার তার ‘মালাচন্দন’ গানের কারণে খবরের শিরোনামে। কারণ গানটিতে তার ঘনিষ্ঠ দৃশ্যের শৈল্পিক রূপায়ন নজর কেড়েছে।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ নির্মিত সিনেমা ‘আমার বস’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি শ্রাবন্তীর বিপরীতে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে ‘মালাচন্দন’ গান। এ গানে শ্রাবন্তী-শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এ দৃশ্যে জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতা শ্রাবন্তীর পিঠে লিখেন পরিচালক। ঘনিষ্ঠ দৃশ্যের এমন শৈল্পিক রূপায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

আলোচনার মাঝে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন শ্রাবন্তী। তার ভাষ্য— “এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার উপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।”

আরো পড়ুন:

প্রতি মাসে ১০ লাখ টাকা খোরপোশ নিচ্ছেন শ্রাবন্তী?

অবশেষে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ

গাওয়ার পাশাপাশি ‘মালাচন্দন’ গানের রচনা ও সুর করেছেন কলকাতার অনুপম রায়। গত ৯ মে ইউটিউবে মুক্তি পায় গানটি।

‘আমার বস’ সিনেমার গল্পের প্রেক্ষাপটে একটি করপোরেট অফিস। পাশাপাশি মা ও ছেলের সম্পর্কের সমীকরণ এই সিনেমার মূলধন। এতে জুটি বেঁধেছেন সৌরসেনী মৈত্র ও গৌরব চ্যাটার্জি। তাছাড়াও অভিনয় করেছেন শ্রুতি দাস, রাখি গুলজার, ঐশ্বরিয়া সেন প্রমুখ। আগামী ৯ মে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ র বন ত চ য ট র জ শ র বন ত

এছাড়াও পড়ুন:

রামগড়ে ভ্যাকসিন দেয়ার পর অর্ধশত গরু-ছাগলের মৃত্যু 

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া এলাকায় উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ভ্যাকসিন দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রোগাক্রান্ত গরু ও ছাগল মারা গেছে। গত ১৫ দিনে চারটি গরু ও প্রায় অর্ধশত ছাগলের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে এলাকা পরিদর্শন করে মৃত পশুর ময়নাতদন্ত ও রোগাক্রান্ত পশুর নমুনা সংগ্রহ করেছেন প্রাণিসম্পদ বিভাগের চট্টগ্রাম থেকে আসা মেডিকেল টিমের সদস্যরা। তারা এলাকায় এসে খামারিদের সঙ্গে কথা বলেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের পক্ষে ৬ সদস্যের তদন্ত টিমের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ভেটেনারি কর্মকর্তা ডা. সাহব উদ্দিন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মহাজনী সুদের চাপে শ্রমিকের মৃত্যু, দাবি পরিবারের

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

স্থানীয়রা খামারিরা জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের পশু চিকিৎসকের পরামর্শে সরকারি ভ্যাকসিন দেয়ার পর এ ঘটনা ঘটেছে। খামারিরা মনে করছেন, এ সব ভ্যাকসিনে সমস্যা ছিল অথবা একই সিরিঞ্জে সবগুলো পশুকে ভ্যাকসিন দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। 

ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পশুর অতিরিক্ত জ্বর, চামড়ায় গুটি ও ক্ষতের সৃষ্টি হয়। ২৪ ঘণ্টা যেতে না যেতে গরু ও ছাগল মারা যায়। কোনো চিকিৎসায় আর বাঁচানো যাচ্ছে না।

প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মৃত পশু মাটিচাপা দেয়া এবং আক্রান্ত পশুকে অন্য পশু থেকে আলাদা রাখার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারিরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ঢাকা/রূপায়ন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ