আইপিএল থেকে কেন চলে গিয়েছিলেন কাগিসো রাবাদা, অবশেষে জানা গেল তা। রাবাদা আজ নিজেই জানালেন রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন। গত ৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আইপিএল ছাড়ার পর তাঁর দল গুজরাট টাইটানস জানিয়েছিল ‘গুরুতর ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে গেছেন রাবাদা।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএটোয়েন্টি চলার সময়ের ঘটনা এটি। রাবাদা সেই টুর্নামেন্টে খেলেছেন এমআই কেপটাউনের হয়ে। সে সময়ে হওয়া মাদক পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন সময়ের অন্যতম সেরা বোলার। তবে ঠিক কত দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটি জানা যায়নি। তবে ২৯ মার্চের পর আর কোনো ম্যাচ খেলেননি রাবাদা। রাবাদা আবার অবশ্য ভারতে ফিরেছেন।

এবারের আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলেছেন কাগিসো রাবাদা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ