‘মাদক নিয়ে নিষিদ্ধ হয়েছি’—রাবাদার বিৃবতি
Published: 3rd, May 2025 GMT
আইপিএল থেকে কেন চলে গিয়েছিলেন কাগিসো রাবাদা, অবশেষে জানা গেল তা। রাবাদা আজ নিজেই জানালেন রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন। গত ৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আইপিএল ছাড়ার পর তাঁর দল গুজরাট টাইটানস জানিয়েছিল ‘গুরুতর ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে গেছেন রাবাদা।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএটোয়েন্টি চলার সময়ের ঘটনা এটি। রাবাদা সেই টুর্নামেন্টে খেলেছেন এমআই কেপটাউনের হয়ে। সে সময়ে হওয়া মাদক পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন সময়ের অন্যতম সেরা বোলার। তবে ঠিক কত দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটি জানা যায়নি। তবে ২৯ মার্চের পর আর কোনো ম্যাচ খেলেননি রাবাদা। রাবাদা আবার অবশ্য ভারতে ফিরেছেন।
এবারের আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলেছেন কাগিসো রাবাদা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
রবিবার (৪ মে) সকালের দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী অভিযান শেষে তাদের শনিবার রাত পৌনে ৮টায় থানায় হাজির করা হয়।
এর আগে ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।
ঢাকা/চন্দন/এস