দুই-এক ঘণ্টা নয়, টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এই সংবাদ সম্মেলন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। যদিও দীর্ঘ এই সংবাদ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন। 

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু সেই সংবাদ সম্মেলন শুরু করেন এবং মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া ছাড়া যেটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে অব্যাহত ছিল।

এতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনটি মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে, একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড, প্রেসিডেন্ট মুইজ্জু ধারাবাহিকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

এএফপি বলছে, এই দীর্ঘ কনফারেন্সটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদমাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন, তিনি সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দেন।

এই কনফারেন্সে তিনি সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন। প্রায় দুই ডজন সাংবাদিক এই কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

মোহাম্মদ মুইজ্জু ২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রশাসন মালদ্বীপের গণমাধ্যম স্বাধীনতা সূচকে উন্নতি সাধন করেছে; ২০২৫ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সূচকে দক্ষিণ এশিয়ার এই দেশটি ১৮০টি দেশের মধ্যে ১০৪তম স্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় দুই ধাপ উন্নতি।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সি দাবি করেছিল যে, জেলেনস্কি ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলন করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টারও বেশি সময়ের সংবাদ সম্মেলনের রেকর্ড ভেঙে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মুইজ্জু সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও জবাব দেন।

সংবাদ সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তাদের খাবার পরিবেশন করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র কর ড র কর ড ম ইজ জ

এছাড়াও পড়ুন:

ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প

বন্দরে ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের আয়োজনে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় উল্লেখিত সংগঠনের কার্যালয়ে  এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সভাপতি হাজী ফারুকুল ইসলাম জানান, এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত নারী পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পরে সংগঠনের নেতৃবৃন্দরা বেশ আনন্দিত।

আমাদের সংগঠনটি সমাজ সেবা মূলক সংগঠন। সমাজের অসহায় মানুষদের সেবা ও তাদের পাশে থাকা আমাদের মূল লক্ষ। আমরা ২ শতাধিক অসহায় নারী ও পুরুষদের ডায়াবেটিস, রক্ত গ্রুপ নির্নয়সহ বিনামূল্যে  বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেছি।

ওই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী তরিকুল ইসলাম তারেক, সহ সভাপতি সাগর, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী সাঈদ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন,  সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জয় ও রকিবুল হাসান রকি, প্রচার সম্পাদক মুছা মিয়া, দপ্তর সম্পাদক কাজী মিতুল, সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি আলাউল খালিদ ও সাধারন সম্পাদক মেহেদী হাসান ইমন প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ