শুরুটা হয়েছিল করবিন বশকে দিয়ে। পিএসএল ড্রাফট থেকে বশকে কিনেছিল পেশোয়ার জালমি, যে দলে আছেন বাংলাদেশের আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানা।

কিন্তু চোটজনিত বদলি খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ানস দলে ভেড়ায় বশকে। ফলে দক্ষিণ আফ্রিকার এই পেসার পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন। এ ঘটনায় তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পিএসএল কর্তৃপক্ষ।

এবার পিএসএল থেকে মিচেল ওয়েনকেও নিয়ে যাচ্ছে আইপিএল। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানও পেশোয়ার জালমিতে নাহিদ রানার সতীর্থ। ২৩ বছর বয়সী ওয়েনকে ৩ কোটি রুপিতে কিনেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস।

ডান হাতের আঙুলে চিড় ধরায় এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই তারকার পরিবর্তে তাঁরই স্বদেশি ওয়েনকে নিয়েছে পাঞ্জাব। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

পেশোয়ার জালমিকে বাদ দিয়ে মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন করবিন বশ (ডানে).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল

এছাড়াও পড়ুন:

Untitled May 03, 2025 07:21 am

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা ও লা লিগার ম্যাচ আছে।

আজ টিভিতে যা দেখবেন (৩ মে ২০২৫)

খেলা ডেস্ক

। ছবি: এক্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল                 

ফকিরেরপুল–চট্টগ্রাম আবাহনী          

বিকেল ৩–৪৫ মি., টি স্পোর্টস ইউটিউব

ব্রাদার্স ইউনিয়ন–রহমতগঞ্জ              

বিকেল ৩–৪৫ মি., টি স্পোর্টস ইউটিউব

আইপিএল                                    

বেঙ্গালুরু–চেন্নাই                                      

রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

পিএসএল                                     

কোয়েটা–ইসলামাবাদ                     

রাত ৯টা, নাগরিক টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ                     

অ্যাস্টন ভিলা–ফুলহাম                     

বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন–ইপসউইচ টাউন               

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আর্সেনাল–বোর্নমাউথ          

রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা                         

লাইপজিগ–বায়ার্ন মিউনিখ              

সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ড–ভলফসবুর্গ             

রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা                                                 

ভায়াদোলিদ–বার্সেলোনা                           

রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ

  • Untitled May 03, 2025 07:21 am