বাসযাত্রীর কোমরে লুকানো ছিল ১ কোটি ২০ লাখ টাকার সোনা
Published: 4th, May 2025 GMT
যশোরের শার্শা উপজেলায় এক বাসযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজারে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে ওই বাসযাত্রীর কোমর থেকে বারগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ১৯২ গ্রাম, যার আনুমানিক মূল ১ কোটি ২০ লাখ টাকা। ওই সোনা ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই পাচারকারীর নাম শুভ ঘোষ (৩২)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে পাচারের জন্য সোনার বার বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের একটি দল অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি বাগআঁচড়া বাজারে পৌঁছায়। এ সময় বাস থেকে নামেন শুভ ঘোষ। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে শরীরে তল্লাশি করা হয়। একপর্যায়ে পুলিশ শুভ ঘোষের কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, শুভ ঘোষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাঁকে আদালতে নেওয়া হবে। উদ্ধার করা সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।