যশোরের শার্শা উপজেলায় এক বাসযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজারে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে ওই বাসযাত্রীর কোমর থেকে বারগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ১৯২ গ্রাম, যার আনুমানিক মূল ১ কোটি ২০ লাখ টাকা। ওই সোনা ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ওই পাচারকারীর নাম শুভ ঘোষ (৩২)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে পাচারের জন্য সোনার বার বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের একটি দল অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি বাগআঁচড়া বাজারে পৌঁছায়। এ সময় বাস থেকে নামেন শুভ ঘোষ। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে শরীরে তল্লাশি করা হয়। একপর্যায়ে পুলিশ শুভ ঘোষের কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, শুভ ঘোষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাঁকে আদালতে নেওয়া হবে। উদ্ধার করা সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একিভূত করতে ৮ সদস্যের কমিটি গঠন

দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। বিভিন্ন সংস্থায় ভিন্ন ভিন্ন নিয়ম থাকায় বিভ্রান্ত হতে হয় বিনিয়োগকারীদের। এই সমস্যা সমাধানে বিনিয়োগ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে একীভূত করতে একটি কেন্দ্রীয় 'ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (আইপিএ)' গঠনের পরিকল্পনা করছে সরকার। এ জন্য একটি কমিটি গঠন  করা হয়েছে। দেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের-বিডা সূত্রে এ তথ্য জানা গেছে। 

৮ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহবায়ক হলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সদস্য সচিব করা হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্ঠার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো খায়েরুজ্জামান মজুমদার।

এই কমিটি গঠনের বিষয়ে গত ১৩ এপ্রিল বিডার গভর্নিং বোর্ডের তৃতীয় সভায় আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে। 

এ কমিটি সামগ্রিক বিষয় পরীক্ষা ও যাচাই করে মতামত দেবেন। তাদের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ