সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির ৭০তম সভা অনুষ্ঠিত
Published: 5th, May 2025 GMT
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.
সভা পরিচালনা করেন নির্বাহী কমিটির সদস্য সচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।
সভায় বোর্ডের ব্যয় নীতিমালা পুনর্নিধারণ, নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যক্ষমতার পরিধি পর্যালোচনা এবং সিএসবি ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড মনোনয়ন কমিটি পুনর্গঠনসহ নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক প এলস র অন ষ ঠ ত ম হ ম মদ ইসল ম
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে ট্রাকচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪০) নামের এক ওষুধ ব্যবসয়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উলিপুর পৌর শহরের কাজীর চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে। তিনি উলিপুরের বিভিন্ন বাজারে পাইকারি ওষুধ সরবরাহ করতেন।
আরো পড়ুন:
চাঁদপুরে পিকআপ চাপায় ২ বন্ধু নিহত
এবার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, শিশু নিহত
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উলিপুর পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন আতিকুর রহমান। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানিয়েছেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ঢাকা/বাদশাহ্/রফিক