Samakal:
2025-09-22@12:25:06 GMT

মায়ের সঙ্গে...

Published: 6th, May 2025 GMT

মায়ের সঙ্গে...

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস উদযাপন করা হয়। সে হিসেবে এ বছর ১১ মে উদযাপিত হবে মা দিবস। এ দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিন।  মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে লিখেছেন তানজিনা আকতারী

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক শুধু রক্তের বন্ধনে গাঁথা নয়, এটি পুরোপুরি আত্মার বন্ধন। মা ও শিশুর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে কোমল, গভীর ও মূল্যবান সম্পর্কগুলোর একটি। মা মানেই স্নেহ ও আদরের অনুভূতি, নিরাপদ আশ্রয়, নির্ভরতার প্রতীক। এ সম্পর্ক নিঃস্বার্থ, গভীর এবং চিরন্তন। শিশু গর্ভাবস্থায় থাকতেই মায়ের সঙ্গে অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বেড়ে ওঠার প্রতিটি ধাপে এ সম্পর্ক নতুন করে রচিত হয়। মায়ের ভালোবাসা, স্নেহ ও মমতা শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে নিরাপদ আশ্রয়। মা শিশুর প্রথম ও সেরা শিক্ষক। শিশুর মুখে প্রথম বুলি ফোটে মায়ের ভাষায়। 
সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক বিষয়ে জানতে চেয়েছিলাম লিভিং উইথ ওয়েলনেসের মনোবিজ্ঞানী সোনিয়া জান্নাত বাঁশরীর কাছে। তিনি জানান, ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্কগুলোর অন্যতম মা ও সন্তানের সম্পর্ক। মাতৃগর্ভ থেকে সন্তানের সঙ্গে শারীরিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে। জন্মের পর মায়ের বুকই সন্তানের সবচেয়ে শান্তির ও নিরাপদ স্থান। বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক গভীর থেকে গভীর হয়। সন্তানকে স্পর্শ, আদর, বুকের সংস্পর্শে থাকা, চোখে চোখে তাকানোর দ্বারা মায়ের সঙ্গে আন্তরিকতা, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা তৈরি। মায়ের ভালোবাসায় সন্তান নিরাপত্তা বোধ করে ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।’
১২ থেকে ১৮ বছর ছেলেমেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বয়সে সন্তান শিশু থেকে কৈশোরে পদার্পণ করে। তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয় হরমোনের প্রভাবে। ছেলেদের স্বপ্নদোষ ও মেয়েদের মাসিক চক্র এ বয়সেই শুরু হয়; বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। নতুন এ শারীরিক পরিবর্তনের ফলে জীবনের সবচেয়ে জটিল সময়ে তারা পদার্পণ করে। তাই এ সময় মাকে আদরণীয়, স্নেহময়, বন্ধু, সংবেদনশীল ও কৌশলী হওয়া বিশেষ প্রয়োজন।
খুনসুটি, প্রশ্ন-উত্তর, ভালোবাসা ও যুক্তির মাধ্যমে সন্তানকে সঠিক ও ভুলের পার্থক্য শেখানো মায়ের দায়িত্ব। সেই শেখানোয় যেন কঠোরতা প্রকাশ না পায়, সেটি খেয়াল রাখতে হবে। কৈশোরেই তাদের শারীরিক, মানসিক ও ব্যক্তিত্ব তৈরি হয়। এ বয়সীদের সঙ্গে মাকে হতে হবে ভালো বন্ধু, শিক্ষক। সন্তানের যাতে কখনও মনে না হয় তার কথা বা চাওয়া মা বুঝতে পারছেন না। সন্তান এ বয়সে মায়ের কথা শুনতে চায় না, আমি নিজেই যথেষ্ট বড়, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি– এমন মনোভাব প্রকাশ করতে পারে। তাই বকাঝকা না করে সন্তানকে নির্ভয়ে ও অকপটে তার মনের কথা ও সিদ্ধান্ত জানানোর স্বাধীনতা দিতে হবে। এ বয়সীদের শরীরে হরমোনের পরিবর্তনের ফলে সন্তান আবেগপ্রবণ, জেদি বা একা থাকতে চাইতে পারে। কোনো তারকা, গায়ককে দেখে ওরা অনুপ্রাণিত হয়, বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। ফলে মাকে পরিস্থিতি বুঝে পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করে ও ধৈর্য ধরে সন্তানের আচরণ সামলাতে হবে। মায়ের বন্ধুত্বপূর্ণ আচরণ ছেলেমেয়েকে আত্মবিশ্বাসী, সচেতন ও সুস্থ চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
যুবক ও তরুণ বয়সে সন্তানের সঙ্গে মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সবচেয়ে ভালো। প্রাপ্তবয়স্ক সন্তানকে নিজের সিদ্ধান্ত নিজেকে নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। মায়েদেরও সন্তানকে আমার ছেলে বা মেয়ে ছোটই আছে বলে আঁকড়ে রাখার মনোভাব থেকে বেরিয়ে আসা উচিত। তবে সন্তানকে যে কোনো 
সময় বা প্রয়োজনে সুন্দর ও সঠিক পরামর্শ দেওয়া উচিত ও নিজেদের অভিজ্ঞতা বিনিময় করা উচিত।
সন্তানের বিয়ের পর সুন্দরভাবে পরিবার গঠনের পরামর্শ দিতে হবে মাকে। মায়েদের এমন আচরণ বা ব্যবহার করা উচিত নয়, যা তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। সংসারে অযাচিত জোর খাটানো থেকে বিরত থেকে সন্তানকে ধীরে ধীরে পরিবারের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। বয়স্ক মায়েদের সেবাযত্ন, ভালোবাসা, মমতা দিয়ে আগলে রাখা দায়িত্ব তখন বর্তাবে সন্তানের কাঁধে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র সবচ য় র বন ধ এ বয়স

এছাড়াও পড়ুন:

ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে অশালীন আচরণ, ভিডিও ভাইরাল

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

ভিডিওটিতে দেখা গেছে- চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা-স্বজনের সঙ্গে ওই চিকিৎসকের কুরুচিপূর্ণ, অপমানজনক এবং হুমকিমূলক আচরণ ও কটুক্তি।

ভিডিওটিতে ডাক্তার আক্রমণাত্মক ভাষায় বলছেন, ‘‘এই ব্যাটা থানা যায় পড়ে রহিবো। বুঝিন নাই। কাগজ খান নিয়ে থানা যায় পরে রহিস। কি বালটা করিব করিস। হাসপাতালটা তোমরা চিড়িয়াখানা পাইছো। চিড়িয়াখানার মতো ভর্তি হবা। বেলেট কিনে নিয়ে যায় বাল কামাবা। মান সম্মান তোমাদের কিছু নাই রে! একবারে নাক ফাটায় দিবো। থতমা উড়াই দেবো। নিজে মারামারি করার চিকিৎসাও করো। মুই মাইরা দিবা পারো। একদম থতমা উল্টায় দিম।’’

ভিডিওটি ভাইরালের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। অনেকে এ ধরনের আচরণে শাস্তির দাবি জানিয়েছেন।

মোজাম্মেল হক নাহিদ নামে একজন লিখেছেন, “মেডিকেল সাইন্সের সব থেকে বড় বিদ্যা হলো কাউন্সিল, রোগীর এবং রোগীর স্বজনদের সাথে ভাল ব্যাবহার, প্রপার কাউন্সিলের মাধ্যমে প্রায় ৭০-৭৫% পেশেন্ট ম্যানেজমেন্ট করা যায়। একজন BCS সিনিয়র চিকিৎসক হয় পেশেন্টের সাথে মোটেও এই ধরনের লেংগুয়েজ এ কথা বলা উচিত হয়নি। আপনার মতন এমন গুটি কয়েকজন এর জন্য আমাদের গোটা চিকিৎসক সমাজ এর উপর ব্লেইম উঠে। সংশোধন হউন, সন্মান এমনি ই আসবে।”

রাজাবুল ইসলাম রাজা লিখেছেন, “এই ডাক্তারের ভাষা খুবই নগ্ন। আমি একজন উপ সহকারী কৃষি অফিসার পরিচয় দেওয়ার পরেও আমার সাথে উনি একটা সময় খুব খারাপ ব্যবহার করছেন। একটা ডাক্তারের এরকম মুখের ভাষা থাকতে পারে না।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল বলেন, “একজন চিকিৎসকের মূল দায়িত্ব হলো রোগীর সেবা করা। কিন্তু তার ভাষা, জ্ঞান এবং আচরণ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। একজন ডাক্তারের জন্য ধৈর্য একটি বড় গুণ। যেমন শিক্ষকের মধ্যে কিছু গুণ থাকা উচিত, তেমনি চিকিৎসকেরও রোগীর প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল ব্যবহার থাকা আবশ্যক। তাই তার ব্যবহৃত ভাষা কোনোভাবেই সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।”

এদিকে, চিকিৎসকের বিতর্কিত ভিডিওটি নজরে পড়েছে জাতীয় নাগরিক পার্ট- এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের। 

তিনি পঞ্চগড়ের একটি ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘‘পঞ্চগড় সদর হাসপাতালে একজন ডাক্তার একজন রোগী কিংবা তার পরিবারের সদস্যদের সাথে যে ভাষা ব্যবহার করেছেন এবং যে আচরণ করেছেন সেটা সুস্থ মস্তিষ্কের কোন ডাক্তার সভ্য সমাজে করতে পারেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান করা হয়েছে। খুব দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঘটনা সম্পর্কে জানতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ডা. আবুল কাশেমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “ভিডিওটি আমার নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/নাঈম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে অশালীন আচরণ, ভিডিও ভাইরাল
  • রাশিয়ার তিনটি মিগ-৩১ রুখে দেওয়ার দাবি ন্যাটোর