ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।  

বুধবার (৭ মে) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন, ফাতেমা বেগম (৪০) ও তার বোন সাদিয়া এবং সাদিয়ার মেয়ে  ইসরাত (১১)। 

দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌসী বলেন, রাতে আমার দুই বোন ও ভাগ্নি ঘুমিয়ে ছিল। হঠাৎ ভোরের দিকে রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়।  এতে আমার দুই  বোন ও ভাগ্নি দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। 

ফাতেমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। মোহাম্মদপুরে একটি বাসায় ভাড়া থাকেন তারা। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মোহাম্মদপুর থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে দুই নারী ও এক শিশুকে এখানে আনা হয়েছে। আগুনে ফাতেমার শরীরের ৭ শতাংশ, সাদিয়ায় ৭ শতাংশ ও শিশু ইসরাতের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তিন জনকে ভর্তি রাখা হয়েছে। তবে ইসরাতের অবস্থা আশঙ্কাজনক। 

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের আগুনে প্রায়ই দগ্ধ হচ্ছে মানুষ। তাদের অনেকে চিকিৎসা নিতে ঢাকায় আসছেন। কিন্তু সবাইকে বাঁচানো যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিসাবে, শুধু ২০২৪ সালে আগুনে দগ্ধ হয়ে ১২ হাজার ৮১১ জন রোগী জরুরি বিভাগে এসেছিলেন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ৪৬৮০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে মারা যান ১০০২ জন। অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়া প্রতি ১০০ জনের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদপ র

এছাড়াও পড়ুন:

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

দাম্পত্য জীবনে সুখের অন্যতম উপায় হলো সঙ্গীর প্রশংসা করা। প্রশংসা স্বামী-স্ত্রী দুইজনের জন্যই প্রয়োজন। তবে আজকের দিনটি স্পেশালি স্ত্রীদের জন্য। কারণ আজ স্ত্রীকে প্রশংসা করার দিন। ভেবে দেখুন, বিষয়টি কিন্তু মন্দ নয়, তাই স্ত্রীকে প্রশংসা করার সুযোগ হেলায় হারাবেন না। 

প্রতি বছর বিশ্বজুড়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয়।২০০৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। জানা যায় যে, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্যই উদযাপন করা হয়।

আরো পড়ুন:

স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার উপকারিতা

১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখেই বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, এরপর

প্রশংসা আসে সম্মানবোধ থেকে। যা একটি সম্পর্ককে মজবুত করে তুলতে পারে। অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে ফুটে বলতে পারেন না। তারা আজকের এই বিশেষ দিবসটি বেছে নিতে পারেন। প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতা।

দিবসটি উদযাপনের জন্য, স্ত্রীর ভালোগুণগুলো উল্লেখ করে তার প্রশংসা করতে পারেন। স্ত্রীকে ফুল উপহার দিতে পারেন। অথবা তার প্রিয় কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ