পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এর প্রভাব পড়েছে আইপিএলে। চন্ডিগড়ের এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দল ধর্মশালায় যেতে পারছে না। যে কারণে দলটি ম্যাচ খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। 

আজ সন্ধ্যায় চন্ডিগড় এয়ারপোর্টে নেমে ধর্মশালা যাওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ও স্টাফদের। তাদের ওই ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। কবে, কখন, কীভাবে তারা ধর্মশালা যাবে তাও পরিষ্কার করে জানানো হয়নি। দলটির ম্যাচ ১১ মে। 

তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার অপেক্ষায় আছে। ধর্মশালায় বৃহস্পতিবার পাঞ্জাব সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা। ধর্মশালা ওই ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। কিন্তু নিকটস্থ বিমানবন্দর বন্ধ থাকায় ম্যাচটি হবে কিনা বা কোন পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সংশয়ে আছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ।  

বিসিসিআই এই সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজছে। বোর্ড বিষয়টি নিয়ে সভা করেছে এবং করছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন নির্দেশনা দিতে পারেনি। আইপিএলে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। ম্যাচটি সূচি অনুযায়ী মাঠে গড়াবে বলেই কেবল জানানো হয়েছে।  

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা করে। নিহত ১৫ জনই সাধারণ মানুষ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ম ব ই ইন ড য় ন স

এছাড়াও পড়ুন:

তুরাগে নারী দগ্ধ, কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঢাকার তুরাগে গতকাল রাতে রিজিয়া বেগম (৪৫) নামের এক নারী দগ্ধ হয়েছেন। মাদক সেবনের টাকা না দেওয়ায় স্বামী কেরোসিন ঢেলে স্ত্রী রিজিয়ার শরীরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রিজিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, রিজিয়ার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্র জানায়, রিজিয়া বেগম সপরিবার তুরাগের দিয়াবাড়ি গোলচত্বর নার্সারির পাশে একটি বাসায় ভাড়া থাকেন। তিনি ফুটপাতে ফুল বিক্রি করেন।

রিজিয়াকে গতকাল রাতে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী রাশিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, রিজিয়ার স্বামী অটোরিকশাচালক আবু সাইদ কাজে না গিয়ে স্ত্রীর কাছে মাদক (গাঁজা) সেবনের টাকা চান। এ সময় রিজিয়া কিছু টাকা আবু সাঈদকে দেন। কিন্তু আবু সাঈদ আরও টাকা চান। রিজিয়া রাজি না হওয়ায় আবু সাঈদ তাঁকে মারধর করেন এবং তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে রিজিয়া দগ্ধ হন।

রিজিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভান। তাঁরা তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা রিজিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান।

সম্পর্কিত নিবন্ধ